Advertisement
বিয়েতে হিরের এনগেজমেন্ট রিং কিনবেন? দেখে নিন কোন ডিজাইনে ফ্যাশনে ইন
হিরের আংটি কেনার ক্ষেত্রে বেশ কয়েকটি জিনিস মাথায় রাখা প্রয়োজন।
বিয়ের মরশুম। আর বিয়ে মানেই হাজারও লোকাচার। আংটি বদল তার মধ্যে বেশ রোমাঞ্চকর অধ্যায়। আপনি কি এই মরশুমে বিয়ে করছেন? মনের মানুষকে হিরের আংটি পরানোর কথা ভাবছেন?
অনেকেই বলবেন, হিরে কি আর মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যে? এই ভাবনা ছাড়ুন। এখনও বহু গয়না বিপণন সংস্থাই মধ্যবিত্তের নাগালের মধ্যে হিরের গয়নাগাটি বিক্রি করে। বিশেষত আংটি। তাই মন চাইলে হিরের আংটি প্রিয়জনের জন্য কিনতেই পারেন।
হিরের আংটি বদলের পরিকল্পনা থাকলে এই প্রতিবেদন আপনাকে পড়তেই হবে। হিরের আংটি কেনার আগে জেনে নিন ঠিক কোন কোন ডিজাইন চলতি বছর ট্রেন্ডিং।
হিরের আংটির ক্ষেত্রে ইস্ট-ওয়েস্ট সলিটেয়ার ট্রেন্ডিং। এই আংটিগুলির ক্ষেত্রে হিরের আকৃতিতেই রয়েছে বিশেষ আকর্ষণ। আংটির বাকি অংশ হবে অত্যন্ত হালকা ডিজাইনের। জ্বলজ্বল করা হিরেই আপনার হাতের লুক বদলে দিতে যথেষ্ট, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
ল্যাব গ্রোন হিরের আংটি তুলনামূলক সস্তা। জেন জি কিংবা মিলেনিয়াল যুগলদের কাছে তা অত্যন্ত প্রিয়। হিরে ব্যবসায়ীদের দাবি, বিশেষত ভারতে ল্য়াব গ্রোন হিরের আংটির চাহিদা যথেষ্ট। তাই বিয়েতে প্রিয়জনের জন্য ল্যাব গ্রোন হিরের আংটি বাছতেই পারেন।
বর্তমানে বহু ফ্যাশনিয়েস্তার মন জয় করেছে টু স্টোন ডায়মন্ড রিং। তাই এই ধরনের আংটিও আপনি বেছে নিতে পারেন। হাত সরু হলে খুব বড় মাপের হিরে দেওয়া গয়না কিনবেন না। তা বেমানান লাগতে পারে। আপনার হাতের গড়নের উপর নির্ভর করে হিরের আংটি বাছুন।
ইয়েলো গোল্ড ও প্লাটিনামের সঙ্গে হিরের সঙ্গত। এই ধরনের হিরের আংটিকে মিক্সড মেটাল ব্যান্ডস বলে। চলতি বছর এই ধরনের গয়না বাজার কাঁপাচ্ছে। তাই আপনিও জীবনের নতুন ইনিংস শুরুর সঙ্গী করতে পারেন এই ট্রেন্ডিং গয়নাকে।
Published By: Sayani SenPosted: 07:30 PM Nov 23, 2025Updated: 07:30 PM Nov 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
