Advertisement
মা কা লাডলা... ম্যাচ সেরা হলেই মাকে বিশেষ উপহার, বিরাটের কাজে মুগ্ধ নেটদুনিয়া
ছেলের উপহার প্রচণ্ড ভালোবাসেন বিরাটের মা।
এখন আর তিনি ব্যক্তিগত মাইলস্টোল নিয়ে ভাবেন না। কতগুলো ম্যাচ সেরার ট্রফি পেয়েছেন, সে'সব নিয়ে ভাবেন না। বরং ট্রফিগুলো সযত্বে সব পাঠিয়ে দেন মায়ের কাছে। তিনি কে? একটা সময়ের 'অ্যাংরি ইয়ং ম্যান' বিরাট কোহলি।
বরোদায় মাচ জেতানো ইনিংস খেলার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে হয়তো একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বিরাট কোহলি। অল্পের জন্য সেঞ্চুরি মিস হয়েছে। তবে তাঁর কাছে বড় ব্যাপার হল টিমের জয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৩ রানে আউট হয়েছেন কিং কোহলি।
ম্যাচের সেরা হয়ে বিরাট বলছিলেন, "সত্যি বলতে কী, কতগুলো ম্যাচ সেরার পুরস্কার পেয়েছি, সেটা মনে নেই। ট্রফিগুলো গুরগাঁওতে মায়ের কাছে পাঠিয়ে দিই। মা প্রচণ্ড ভালোবাসে। মা ওগুলো রেখে দেয়।"
বরোদায় শচীন তেণ্ডুলকরের একটা রেকর্ড করেছেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক এখন কোহলি। বলছিলেন, "পুরো জার্নিটা এখন যদি ফিরে দেখি, তাহলে মনে হয় স্বপ্নপূরণ হয়েছে।"
বিরাট বলছেন,"নিজের ক্ষমতা কী, নিজে কী করতে পারি, সেটা সবসময় জানতাম। এটাও জানতাম এই পর্যায়ে পৌঁছনোর জন্য পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। আজ এখানে যে পৌঁছতে পেরেছি, তার জন্য ঈশ্বরকেও অনেক ধন্যবাদ।"
সেঞ্চুরি মিসের প্রসঙ্গে কোহলি বলেন, 'সত্যি বলতে কী, মাইলস্টোন নিয়ে আমি ভাবি না। যদি প্রথমে ব্যাট করতাম, তাহলে হয়তো আরও একটু বেশি দ্রুত রান তোলার চেষ্টা করতাম। যখন টার্গেট চেজ করছি, তখন সেই অনুযায়ী ব্যাটিং করা যায়।
নতুন নজির গড়ে প্রাক্তন অধিনায়ক 'মাহিভাই'য়ের কথা বলতেও ভোলেননি বিরাট। ম্যাচ শেষে তাঁর মত, "রান তাড়ার অভিজ্ঞতাও কাজে লেগেছে। এমন একটা জায়গায় নিয়ে যেতে চাইছিলাম, যেখান থেকে দল সহজে জিততে পারে। জানতাম আমাকে কী করতে হবে। এই একই জিনিস এমএসকে করতে দেখেছি।"
রবিবারটা যেন বরাদ্দ ছিল বিরাটের নজির ভাঙার জন্যই। এদিন ৩০৯টি ওয়ানডে খেললেন কোহলি। ভেঙে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের হয়ে ৩০৮টি ওয়ানডে খেলার নজির। তবে এশিয়া ১১ ধরে সৌরভ ৩১১টি ম্যাচ খেলেছেন। চলতি সিরিজেই সেই নজির ছুঁয়ে ফেলতে পারবেন বিরাট।
এখানেই শেষ নয়। রবিবার শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সঙ্গকারাকে টপকে গিয়েছেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে নজির গড়লেন কোহলি। বর্তমানে তাঁর আন্তর্জাতিক রান ২৮,০৬৮।
Published By: Anwesha AdhikaryPosted: 09:54 AM Jan 12, 2026Updated: 11:09 AM Jan 12, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
