Advertisement
বাংলাদেশকে বাদ দিয়েই টি-২০ বিশ্বকাপ! বিকল্প হিসাবে কোন দেশকে খেলাতে পারে আইসিসি?
অচলাবস্থা না কাটলে কোন দল খেলবে বিশ্বকাপে?
টি-টোয়েন্টি বিশ্বকাপ যত কাছে আসছে, তত যেন আইসিসি বনাম বাংলাদেশ বোর্ডের সংঘাত বৃদ্ধি পাচ্ছে। বিসিবি এখনও নিজেদের পুরনো অবস্থানে অনড়। কোনওভাবেই ভারতে খেলতে আসবে না তারা। আবার আইসিসিও একপ্রকার অনড়। ফাইল ছবি।
সমাধান সূত্র হিসেবে তাঁদের প্রস্তাব, প্রয়োজনে গ্রুপ বদল হোক। বাংলাদেশ এই মুহূর্তে বিশ্বকাপে গ্রুপ সি-তে রয়েছে। সেই গ্রুপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইটালি রয়েছে। সূত্রের খবর, বাংলাদেশ চাইছে তাঁদের গ্রুপ বি’তে আয়ারল্যান্ডের জায়গায় পাঠানো হোক। আর আয়ারল্যান্ডকে পাঠানো হোক তাঁদের জায়গায় গ্রুপ সি-তে। ফাইল ছবি।
বাংলাদেশের এই বিকল্প প্রস্তাব নিয়ে আইসিসি এখনও সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে আদৌ এই প্রস্তাব মানা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, এক্ষেত্রে আরও ৭ দলের সম্মতি প্রয়োজন। আইসিসি বা বাংলাদেশের একার সিদ্ধান্তে কিছুই হবে না। ফাইল ছবি।
এখনও পর্যন্ত যা খবর, বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবে বিশেষ সায় নেই আইসিসি-র। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা মনে করছে, এতে ভালো রকম লজিস্টিক্যাল ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হতে পারে। তাছাড়া যে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশ গ্রুপ বদলাতে চাইছে, তারাও কোনওভাবেই গ্রুপ বদলে রাজি নয়। ফাইল ছবি।
ফলে যা পরিস্থিতি তাতে বাংলাদেশ ভারতে খেলতে না এলে অচলাবস্থা কাটবে না। আর নিতান্তই যদি বিসিবি নিজেদের অবস্থানে অনড় থাকে, তাহলে বাংলাদেশের বিকল্প ভাবতে হবে আইসিসিকে। ফাইল ছবি।
সেক্ষেত্রে বিকল্প দুটি। এক বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ। তাতে কুড়ি দলের জায়গায় উনিশ দল খেলবে বিশ্বকাপে। সেক্ষেত্রে বাংলাদেশ বাকি দলগুলিকে ওয়াকওভার দিয়েছে বলে ধরে নেওয়া হবে। ফলে বাকি দলগুলি পুরো পয়েন্ট পেয়ে যাবে। বা দ্বিতীয় বিকল্প হল, বাংলাদেশের বদলে অন্য কোনও দেশকে সুযোগ দেওয়া। এই কাজটা আরও কঠিন। ফাইল ছবি।
আসলে বিশ্বকাপে খেলতে হলে যোগ্যতা অর্জন করতে হয়। বাংলাদেশের যোগ্যতা অর্জন করেই বিশ্বকাপে খেলার কথা ছিল। ফলে তাঁদের বদলে যে দলকেই নেওয়া হোক, সেটা 'অযোগ্য' দল হতে চলেছে। অর্থাৎ যে দল যোগ্যতা অর্জন করেনি। বিশেষ পরিস্থিতিতে অবশ্য আইসিসি চাইলে নিজেদের বাছাই করা দলকে সুযোগ দিতেই পারে। ২০০৯ সালে জিম্বাবোয়ে রাজনৈতিক কারণে ইংল্যান্ডকে দল পাঠায়নি। যার ফলে আইসিসি স্কটল্যান্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ দেয়। শোনা যাচ্ছে, এবারও তেমন বিকল্পের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফাইল ছবি।
সেক্ষেত্রে আইসিসির প্রথম পছন্দ হতে পারে স্কটল্যান্ড। ইউরোপের ক্রিকেট সার্কিটে স্কটল্যান্ড বেশ সমীহ আদায় করেছে। এই দেশটি আইসিসির অ্যাসোসিয়েট সদস্য। বাংলাদেশ না খেললে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলতে ডাকা হতে পারে। ফাইল ছবি।
স্কটল্যান্ড ছাড়া বিশ্বকাপে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে জার্সির। এ বছর ইউরোপের দেশগুলির মধ্যে বাছাই পর্বে ফাইনালে উঠেছিল জার্সি। ফলে নিয়ম অনুযায়ী গেলে বৈধ দাবিদার তারাই। ফাইল ছবি।
Published By: Subhajit MandalPosted: 04:38 PM Jan 18, 2026Updated: 04:38 PM Jan 18, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
