shono
Advertisement
Kuwait

আরবি ভাষায় অনূদিত রামায়ণ-মহাভারত, অনুবাদকের সঙ্গে সাক্ষাৎ কুয়েত সফররত মোদির

দুদিনের সফরে কুয়েতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Published By: Biswadip DeyPosted: 05:23 PM Dec 21, 2024Updated: 05:23 PM Dec 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিনের সফরে কুয়েতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবারই সেখানে পৌঁছেছেন তিনি। আর তারপরই তাঁর সঙ্গে সাক্ষাৎ হল আরবি ভাষায় রামায়ণ ও মহাভারতের অনুবাদক ও প্রকাশকদের সঙ্গে। বই দুটি আজই প্রকাশিত হল।

Advertisement

শনিবারই প্রকাশিত হয়েছে আরবি ভাষায় অনূদিত রামায়ণ ও মহাভারত। প্রকাশক আবদুল লাতিফ আল নাসেফ জানিয়েছেন, রামায়ণ ও মহাভারতকে আরবি ভাষায় অনুবাদ করতে দু বছর সময় লেগে গিয়েছে। অনুবাদক বলেন, ''এই দুটি গ্রন্থের মাধ্যমে আমরা ভারতীয় সংস্কৃতিকে উপলব্ধি করেছি।'' এদিন তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। উপস্থিত ছিলেন গ্রন্থদুটির অনুবাদক আবদুল্লা আল বারোন। সম্প্রতি প্রধানমন্ত্রী তাঁর মাসিক বেতার অনুষ্ঠান 'মন কি বাত'-এ এই বিষয়টির উল্লেখ করেছিলেন। এবার তাঁর সঙ্গে সাক্ষাৎ হল গ্রন্থটির সঙ্গে জড়িয়ে থাকা দুজনের।

শনিবার থেকেই মোদির ঠাসা কর্মসূচির সূচনা হয়েছে। কুয়েতের আমিরশেখ মেশাল আল-আহমাদ আল-জাবের-আল-সাবাহের সঙ্গে দেখা করবেন নমো। বৈঠকে বসবেন কুয়েতের যুবরাজ ও প্রধানমন্ত্রীর সঙ্গে। এই ঐতিহাসিক সফর নিয়ে খুবই উচ্ছ্বসিত মোদি। রওনা দেওয়ার আগে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আজ ও আগামীকাল আমি কুয়েতে থাকব। এই সফর কুয়েতের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক আরও মজবুত করবে। আমি কুয়েতের আমির, যুবরাজ ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছি। আজ সন্ধ্যায় আমি ভারতীয়দের সঙ্গে দেখা করব এবং আরবিয়ান গালফ কাপের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেব।’

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ‘হালা মোদি’ নামে প্রবাসীদের একটি অনুষ্ঠান হবে। সেখানে চার থেকে পাঁচ হাজার ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেবেন নমো। চলতি বছরের জুন মাসে কুয়েত সিটির দক্ষিণে মাঙ্গাফ এলাকার একটি বহুতল আবাসনে বিধংসী আগুন লাগে। আগুনের লেলিহান গ্রাসে মৃত হয় ৪৯ জনের। সরকারের তরফে জানানো হয়, মৃতদের মধ্যে ৪৫ জনই ভারতীয়। নিহতদের দেহ দেশে ফিরিয়ে আনতে কুয়েতে যান কেন্দ্রীয় মন্ত্রী। কুয়েতে থাকা ভারতীয় শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতেও এই সফরে আলোচনা করবেন মোদি। তার আগে তিনি যাবেন লেবার ক্যাম্প পরিদর্শনে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৮১ সালে কুয়েতে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী। এরপর প্রায় চার দশক পর ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে মোদির পা পড়ল মধ্যপ্রাচ্যের দেশটিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুদিনের সফরে কুয়েতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • শনিবারই সেখানে পৌঁছেছেন তিনি।
  • আর তারপরই তাঁর সঙ্গে সাক্ষাৎ হল আরবি ভাষায় রামায়ণ ও মহাভারতের অনুবাদক ও প্রকাশকদের সঙ্গে।
Advertisement