সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপারিষদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অপেক্ষায় অধীর আগ্রহে বসে পাকিস্তানের প্রধামন্ত্রী শাহবাজ শরিফ। তবে ৪০ মিনিট পেরিয়ে গেলেও দেখা নেই তাঁর। এই ঘটনায় যারপরনাই অসন্তুষ্ট হলেন পাক প্রধানমন্ত্রী। সঙ্গীদের সামনে রীতিমতো চিৎকার করে উঠতে দেখা গেল তাঁকে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
জানা গিয়েছে, তুর্কমেনিস্তানে এক আন্তর্জাতিক ফোরামে যোগ দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ। এখানেই আমন্ত্রিত ছিলেন রুশ প্রেসিডেন্ট। সেখানেই পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা করেন শাহবাজ। শুক্রবার ছিল সেই বৈঠকের সূচি। দেখা যায়, পুতিনের সঙ্গে দেখা করতে আগেভাগে এসে চেয়ারে বসে রয়েছেন শাহ। তাঁর সঙ্গে রয়েছেন পাক বিদেশমন্ত্রী ইশক দার-সহ অন্যান্য মন্ত্রী ও আধিকারিকরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'রাশিয়া টুডে'-র প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৪০ মিনিট ধরে একটি ঘরে অপেক্ষা করার পরও সেখানে আসেননি পুতিন। তিনি তখন পাশে আর একটি ঘরে বৈঠক করছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে।
ভিডিওতে দেখা যেচ্ছে, দীর্ঘ অপেক্ষার পরও পুতিনের দেখা না পেয়ে যারপরনাই ক্ষুব্ধ হন শাহবাজ ওই অবস্থায় নিজের আধিকারিকদের উদ্দেশে উত্তেজিত স্বরে কিছু বলেন। এরপর চিৎকার করে উঠে পড়েন তিনি। প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার পর এরদোগান ও পুতিন যে ঘরে বৈঠক করছিলেন সেখানে অবাঞ্ছিত অতিথির মতো প্রবেশ করেন শাহবাজ। যদিও সেখানেও বিশেষ সুবিধা করতে পারেননি তিনি। মিনিট ১০ সেখানে থাকার পর সেখান থেকেও বেরিয়ে আসতে হয় তাঁকে। যদিও শেষ পর্যন্ত পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল কিনা তা এখনও স্পষ্ট নয়।
এদিকে সোশাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের উপহাসের পাত্র হয়ে উঠেছেন পুতিন। একজন লিখেছেন, 'পুতিন ভিক্ষুকদের জন্য তার সময় নষ্ট করতে চান না।' অন্য একজন লিখেছেন, 'এটি আন্তর্জাতিক লজ্জা।' আরএকজন লিখেছেন, 'ওঁরা ৪০ মিনিট ধরে পুতিনের দরজায় ধাক্কা দিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন তারপর ওনাদের প্রবেশ করতে দেওয়া হয়। যেমন একজন আত্মীয় আমন্ত্রণ ছাড়াই বিয়েতে প্রবেশ করে।'
