সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিজাব নিষিদ্ধ হল মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ায়। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিল বিপুল-সহ পাশ হয়ে গিয়েছে অস্ট্রিয়ার আইনসভায়। যার জেরে ১৪ বছরের কম বয়সি মেয়েরা স্কুলে হিজাব পরে আসতে পারবে না। এই বিল প্রসঙ্গে সরকারের যুক্তি, আমাদের মূল লক্ষ্য হল হিজাবের নামে মেয়েদের প্রতি যে হয়রানি হচ্ছে তা বন্ধ করা। নিয়ম লঙ্ঘন করলে মোটা অঙ্কের জরিমানা করা হবে অভিভাবকদের।
সরকারের তরফে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হবে নয়া এই নিয়ম। সমস্ত শিক্ষক, অভিভাবক ও শিশুদের নয়া নিয়মের বিষয়ে বিস্তারিত জানানো হবে। শুরুর দিকে নিয়ম লঙ্ঘন করা হলে কোনও জরিমানা থাকবে না ঠিকই, তবে বারবার এই ঘটনা ঘটলে অভিভাবকদের ১৫০ থেকে ৮০০ ইউরো অর্থাৎ প্রায় ১৭৫-৯৩০ ডলার জরিমানা করা হবে। নয়া আইনের জেরে উপকৃত হবে স্কুল পড়ুয়ারা।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রাথমিক বিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করেছিল অস্ট্রিয়ায় সরকার। তবে, সাংবিধানিক আদালত এই সিদ্ধান্ত বাতিল করে। এখন, নয়া এই আইন পাশের খবর মানবাধিকার গোষ্ঠী এবং বিশেষজ্ঞদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁরা বলছেন এই আইন মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক এবং সামাজিক বিভাজন আরও গভীর করতে পারে।
বিলটি উত্থাপনের সময় অস্ট্রিয়া সরকার বলেছিল, এই ধরনের ধর্মীয় রীতি মেয়েদের স্বাধীনতা হরণ করে। বিলটি উত্থাপনকারী মন্ত্রী বলেন, কোনও মেয়েকে পুরুষদের নজর থেকে নিজেকে রক্ষা করার জন্য তার শরীর লুকিয়ে রাখতে বলা হয়, তখন এটি কোনও ধর্মীয় রীতি নয়, এটি আসলে চূড়ান্ত হয়রানি।
