shono
Advertisement

Breaking News

গ্লোবাল হাব হয়ে উঠবে ভারত, টোকিওতে বার্তা মোদির

২০২২-এর মধ্যে মহাকাশে পাড়ি দেবে ভারতীয়রা, বললেন মোদি৷
Posted: 02:26 PM Oct 29, 2018Updated: 02:26 PM Oct 29, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতকে উন্নত করাই তাঁর লক্ষ্য একথা বারবারই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জাপানে গিয়ে আবারও ভারতকে ‘গ্লোবাল ব্র্যান্ড’ হিসাবে তুলে ধরার স্বপ্নের কথা জানালেন তিনি৷ বিভিন্ন বৈদ্যুতিন সামগ্রী বিশেষত মোবাইল ফোন প্রস্তুতির মাধ্যমেই দেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে চান বলেই জানান নমো৷ তিনি বলেন, ‘‘আমরা যেকোনও বৈদ্যুতিন সামগ্রী তৈরি করি শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্য৷ বৈদ্যুতিন এবং মোবাইল সামগ্রীর প্রস্তুতিতে ভারত একদিন হয়ে উঠবে গ্লোবাল হাব৷’’ স্বাধীনতা দিবসে লালকেল্লায় বক্তব্য রাখতে গিয়ে মহাকাশে কোনও ভারতীয় ২০২২-এর মধ্যে পা রাখবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবার জাপান সফরে গিয়েও নিজের পরিকল্পনার কথা তুলে ধরলেন তিনি৷ মোদি বলেন, ‘‘ভারতীয় বিজ্ঞানীরা অল্প খরচে চন্দ্রযান এবং মঙ্গলযান তৈরি করছে৷ ২০২২ সালে আমরা মহাকাশে গগনযান পাঠাবো৷’’ ২০২২ সালের মধ্যেই মহাকাশে ভারতীয়রা পা রাখবে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Advertisement

[চিন্তা বাড়াচ্ছে চিন, মোদি-আবে বৈঠকে গুরুত্ব পেল জিনপিং প্রশাসন]

জাপান-ভারত শীর্ষ বৈঠকে যোগ দিতে শনিবার জাপান পৌঁছন মোদি। ফুজি পর্বতের কাছে মনোরম ইয়ামানাশি এলাকায় মোদিকে স্বাগত জানান আবে। মোদি টুইটারে জানিয়েছিলেন, ‘‘ইয়ামানাশিতে আবের সঙ্গে দেখা করে আমি খুব খুশি।’’ আট ঘণ্টা একসঙ্গে সময় কাটান দুই প্রধানমন্ত্রী। আবেকে গুজরাটের কারুশিল্পী সাবির হুসেন ইব্রাহিমভাই শেখের তৈরি রাজস্থানের গোলাপি ও হলুদ কোয়ার্ৎজ পাথরের তৈরি পাত্র, উত্তরপ্রদেশের মির্জাপুর এলাকার তাঁতিদের তৈরি কার্পেট এবং কাঠের সিন্দুক উপহার দিয়েছেন মোদি। রোবট প্রস্তুতকারক সংস্থা ফ্যানইউসি কর্পোরেশনের কারখানাতে যান মোদি এবং আবে৷ এক্সপ্রেস ট্রেনে টোকিও যাত্রাও করেন দুজনে। পরে আবে জানান, মোদি তাঁর সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধুদের মধ্যে অন্যতম। শিনজো বলেন, ‘‘দুই দেশের সম্পর্ক ভাল রাখতে যথেষ্ট সচেষ্ট মোদি। ভারত-জাপানের সম্পর্ক বিশ্বকে অনেক সমৃদ্ধ করেছে। নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, কৃষি নিয়ে আমাদের অনেক প্রকল্প রয়েছে।’’

[বন্ধুত্বে ইতি! প্রজাতন্ত্র দিবসে মোদির আমন্ত্রণ প্রত্যাখ্যান ট্রাম্পের]

বিদেশ মন্ত্রকের কর্তাদের মতে, মোদির প্রতিটি পদক্ষেপেরই তাৎপর্য রয়েছে। রেল আধুনিকীকরণ, রোবোটিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে জাপানি সহযোগিতা ভারতের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুলেট ট্রেন-সহ নানা প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে জাপানি সংস্থা। লোকসভা ভোটের আগে ফের কিছু প্রকল্পে জাপানি সহযোগিতার প্রতিশ্রুতি আদায় করতে পারলেও তা নরেন্দ্র মোদি সরকারের পক্ষে সুবিধাজনক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement