shono
Advertisement

সংঘর্ষবিরতি লঙ্ঘন, সাংহাই সম্মেলনে পাকিস্তানকে চাপে ফেলতে পারেন মোদি

বক্তৃতায় বিশেষ স্থান দেওয়া হচ্ছে 'ক্রশ বর্ডার ফায়ারিং'কে। The post সংঘর্ষবিরতি লঙ্ঘন, সাংহাই সম্মেলনে পাকিস্তানকে চাপে ফেলতে পারেন মোদি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:21 PM Jun 05, 2018Updated: 05:36 PM Jun 05, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখে শান্তির কথা বললেও, পবিত্র রামজানের পরোয়া করছে না পাকিস্তান৷ সীমান্তে লগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘণ করে চলেছে পাক সেনা৷ আন্তর্জাতিক মহলের সামনে পাকিস্তানের মুখোশ খুলে দিয়ে আরও একবার তাদের আসল রূপটা সামনে আনতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আসন্ন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সামিটেই কাজটি সেরে ফেলতে চাইছেন প্রধানমন্ত্রী৷ নিজের বক্তব্যে, পাক রেঞ্জার্সদের ক্রশ বর্ডার গুলি চালনার কার্যকলাপকে প্রাধান্য দিতে পারেন তিনি৷ এমনই মনে করছেন কূটনৈতিক মহল৷

Advertisement

[রোহিঙ্গা শরণার্থীদের রান্নার জ্বালানি জোগাতে বন উজাড় কক্সবাজারে]

চলতি মাসের ৯ ও ১০ তারিখ চিনে অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের সাংহাই সামিট৷ প্রথমবারের জন্য পূর্ণ সদস্য হিসাবে এবারের বৈঠকে যোগদান করতে চলেছে নয়াদিল্লি ও সঙ্গে ইসলামাবাদ৷ ফলে এই সামিটকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মোদি সরকারের কূটনৈতিক আমলারা৷ সূত্রের খবর, প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বিশেষভাবে গুরুত্ব দিতে পারেন আইএস, লস্কর, জইশ, হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গি ও সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে৷ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের সাহায্যকারীদেরও তুলোধোনা করতে পারেন তিনি৷ তবে, কৌশলগত কারণেই মোদি এড়িয়ে যেতে পারেন, চিন ও পাকিস্তান যৌথভাবে যে ইকোনমিক করিডর তৈরি করছে সেই বিষয়টিকে৷ আফগানিস্তানের জ্বলন্ত সমস্যা তালিবান৷ সেই সমস্যাও এই বৈঠকে আলোচনায় উঠে আসতে পারে বলে খবর৷ আলোচনা থাকতে পারে, সন্ত্রাসবাদকে রুখতে কেমন ভাবে একজোট হয়ে কাজ করতে পারেন সাংহাই সংগঠনের সদস্যরা সেই বিষয়টিও৷

[ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠকের সমস্ত খরচ বহনে ইচ্ছুক নোবেলজয়ী এই সংস্থা]

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-কে ইউরেশিয়ান সংগঠন বলা হয়৷ ভৌগলিক অবস্থান ও জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক সংগঠন এটি৷ ১৯৯৬-তে যখন এই সংগঠন তৈরি হয়, তখন এর পূর্ণ সদস্য ছিল চিন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান৷ পরে ২০০১-তে যুক্ত করা হয়, উজবেকিস্তানকে৷ এবং গত বছর সংগঠনে পূর্ণ সদস্যপদ দেওয়া হয় ভারত ও পাকিস্তানকে৷

The post সংঘর্ষবিরতি লঙ্ঘন, সাংহাই সম্মেলনে পাকিস্তানকে চাপে ফেলতে পারেন মোদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement