সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে চলতে থাকা যুদ্ধের মাঝেই রবিবার প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Modi)। এই সাক্ষাতে গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার পক্ষে সওয়াল করলেন তিনি। পাশাপাশি সূত্রের খবর, এই দ্বিপাক্ষিক বৈঠকে গাজা-ইজরায়েল যুদ্ধ থামাতে ভারতকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের আবেদন জানিয়েছেন আব্বাস।
এক বছরেরও বেশি সময় ধরে হিংসায় উত্তাল গাজা ও ইজরায়েল। ৭ অক্টোবর হামাসের হামলার পর শক্তিশালী ইজরায়েলের প্রত্যাঘাতে কার্যত ধ্বংসস্তুপে পরিনয় হয়েছে গাজা। যুদ্ধে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। ঘরছাড়া আরও লক্ষাধিক। এই চরম অমানবিক পরিস্থিতির মাঝে রবিবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্যালেস্টাইনের প্রেসিডেন্টের এই সাক্ষাৎ নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ। এদিন আব্বাসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, 'নিউইয়র্কে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ হল। মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে ভারতের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছি। প্যালেস্টাইনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব আরও দৃঢ় করতে আমরা আমাদের মতামত ও দৃষ্টিভঙ্গি আদান-প্রদান করেছি।' পাশাপাশি এই সাক্ষাৎ প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে লেখেন, গাজায় যুদ্ধের জেরে যে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্যালেস্টাইনের জনগণের প্রতি সমর্থন জানিয়েছেন।
উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কূটনৈতিক মহলের দাবি, রাশিয়া ও ইউক্রেনের মতো ইজরায়েল ও গাজার যুদ্ধ থামাতে ভারতকে পাশে চাইছে প্যালেস্টাইন। রবিবারের দ্বিপাক্ষিক বৈঠকে এই ইস্যুতেই কথা হয় দুই রাষ্ট্র নেতার। অবশ্য হামাস ও ইজরায়েল যুদ্ধ নিয়ে শুরু থেকে ভারতের নীতি অত্যন্ত স্পষ্ট। শুরু থেকেই ইজরায়েল ও প্যালেস্টাইন দ্বিরাষ্ট্র নীতির পক্ষে সওয়াল করে এসেছে ভারত। রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে ৭ অক্টোবর হামাসের হামলার তীব্র নিন্দা করার পাশাপাশি পণবন্দিদের মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছে ভারত। অন্যদিকে, গাজার মাটিতে ইজরায়েলের অমানবিকতারও নিন্দা করা হয়েছে। বরাবর আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে সওয়াল করা ভারতকে এবার মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের আবেদন প্যালেস্টাইন প্রেসিডেন্টের।