shono
Advertisement

Breaking News

PM Modi

পারফর্ম, রিফর্ম, ট্রান্সফর্মের সঙ্গে ইনফর্ম! সরকার বিরোধী 'ভ্রান্ত' ধারণা ভাঙতে মন্ত্রীদের নামাচ্ছেন মোদি

প্রধানমন্ত্রীর বক্তব্য, তাঁর সরকারের বিরুদ্ধে ভ্রান্ত ধারণা তৈরির চেষ্টা হচ্ছে। সেই অপচেষ্টা ভেঙে দিতে মানুষের কাছে সঠিক তথ্য তুলে দিতে হবে।
Published By: Subhajit MandalPosted: 05:45 PM Aug 30, 2024Updated: 07:57 PM Aug 30, 2024

নন্দিতা রায়, নয়াদিল্লি: ‘পারফর্ম, রিফর্ম, ট্রান্সফর্ম আর ইনফর্ম’। নিজের মন্ত্রিসভার সদস্যদের এই নির্দেশই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বক্তব্য, তাঁর সরকারের বিরুদ্ধে ভ্রান্ত ধারণা তৈরির চেষ্টা হচ্ছে। সেই অপচেষ্টা ভেঙে দিতে মানুষের কাছে সঠিক তথ্য তুলে দিতে হবে।

Advertisement

বুধবার মাঝরাত পর্যন্ত মন্ত্রিসভার সমস্ত সদস্যের সঙ্গে দীর্ঘ পাঁচ ঘণ্টার বৈঠক করেন প্রধানমন্ত্রী। মন্ত্রীদের কাছ থেকে সব মন্ত্রকের কাজের খতিয়ান সংগ্রহ করেন প্রধানমন্ত্রী। সরকারের প্রথম একশো দিনের কাজ পুরোপুরি সম্পন্ন করে সেই খতিয়ান মানুষের কাছে পৌঁছে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

[আরও পড়ুন: জনপ্রিয় ফুটবলারকে মন দিয়েছেন ‘রানিমা’, দিতিপ্রিয়ার প্রেমিকের পরিচয় জানেন?]

সূত্রের খবর, কেন তিনি ইনফর্মের কথা বলেছেন সেই ব্যাখ্যাও বৈঠকে দিয়েছেন মোদি। তাঁর বক্তব্য, এই সরকার যে মানুষের জন্য নিরন্তর কাজ করে চলেছে, তা যাতে সাধারণ নাগরিকরা জানতে পারেন এবং আশ্বস্ত হন, সেটা নিশ্চিত করতেই মন্ত্রীদের 'ইনফর্ম' করার মন্ত্র দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে তাঁর সরকার এবার সামাজিক ক্ষেত্রের উপর বিশেষ জোর দেবে এবং পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে যাবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

[আরও পড়ুন: ‘অন্ধকার সুড়ঙ্গ শেষে আলো থাকে’, শাহের সঙ্গে সাক্ষাতের পর মন্তব্য রাজ্যপালের]

বৈঠকে বিকশিত ভারত এবং বাজেটের উপর দুটি প্রেজেন্টেশনেও দেখানো হয়েছে মন্ত্রীদের। চলতি বছরের ২ অক্টোবর, স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের ১০ বছর পূর্তিকে সাড়ম্বরে পালন করার কথাও জানিয়েছেন মোদি। বৈঠকে দেশের মহিলাদের নিরাপত্তা-সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। সরকারের নজর যে দেশের যুবা, মহিলা, কৃষক এবং গরিবদের উপর বিশেষভাবে রয়েছে এবং তাদের উন্নতিকল্পে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, সেকথাও মন্ত্রীদের কাছে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিজের মন্ত্রিসভার সদস্যদের এই নির্দেশই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • প্রধানমন্ত্রীর বক্তব্য, তাঁর সরকারের বিরুদ্ধে ভ্রান্ত ধারণা তৈরির চেষ্টা হচ্ছে।
  • সেই অপচেষ্টা ভেঙে দিতে মানুষের কাছে সঠিক তথ্য তুলে দিতে হবে।
Advertisement