shono
Advertisement

Breaking News

বিমসটেক সম্মেলনে যোগ দিতে নেপাল সফরে মোদি

প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কের উন্নয়নই লক্ষ্য ভারতের। The post বিমসটেক সম্মেলনে যোগ দিতে নেপাল সফরে মোদি appeared first on Sangbad Pratidin.
Posted: 04:19 PM Aug 30, 2018Updated: 05:02 PM Aug 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপাল সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বে অফ বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি সেক্টরল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন বা বিমসটেক সামিটে যোগ দিতেই নেপালে গিয়েছেন তিনি৷ চতুর্থ সামিট চলবে আগামী দু’দিন৷ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোদি৷ কাঠমান্ডুর এয়ার ট্র্যাফিক কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, নিরাপত্তার কারণে  নরেন্দ্র মোদির বিমান অবতরণের সময় থেকে আড়াই ঘণ্টা বিমানবন্দর বন্ধ ছিল। এরপর সামিটে যোগ দিতে একে একে বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী-সহ আরও অনেকেই৷

Advertisement

দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাতটি দেশকে নিয়ে গঠিত বিমসটেক-র চতুর্থ সম্মেলনের আয়োজন করা হয়েছে কাঠমান্ডুতে৷ ওই সামিটে যোগ দিতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী বলেন, ‘‘প্রতিবেশী দেশগুলিকে ভারত সবসময় অগ্রাধিকার দেয়৷ তাদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী নয়াদিল্লি৷ এই সম্মেলনে ভারতের যোগদান সেটাই প্রমাণ করে৷’’ সামিটে যোগ দেওয়ার পাশাপাশি নরেন্দ্র মোদি বৈঠক করবেন শেখ হাসিনার সঙ্গে। এছাড়া ভারতের সাহায্যে পশুপতিনাথ মন্দির চত্বরে যে ধর্মশালা তৈরি করা হয়েছে বৃহস্পতিবার তা নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০০১ সালে এই ধর্মশালার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। ভারতের তরফে এই ধর্মশালা তৈরির জন্য ২২ কোটি টাকা খরচ করা হয়েছে। এখানে একসঙ্গে ৩৯৮ জন তীর্থযাত্রী থাকতে পারবেন। নরেন্দ্র মোদি ও কে পি শর্মা ওলি দু’জনে উদ্বোধন করবেন ‘‘নেপাল-ভারত মৈত্রী ধর্মশালা’’।

[রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর খবর প্রচার করছে গুগল, সরব ট্রাম্প]

নেপাল, ভারত, বাংলাদেশ ও থাইল্যান্ড ছাড়াও এই সামিটে থাকবেন মায়ানমার ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা। সম্মেলনের মাঝে ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের রাষ্ট্রনেতাদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিশেষ করে নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে জোর দিতে চায় মোদি সরকার৷  

The post বিমসটেক সম্মেলনে যোগ দিতে নেপাল সফরে মোদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement