সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপাল সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বে অফ বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি সেক্টরল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন বা বিমসটেক সামিটে যোগ দিতেই নেপালে গিয়েছেন তিনি৷ চতুর্থ সামিট চলবে আগামী দু’দিন৷ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোদি৷ কাঠমান্ডুর এয়ার ট্র্যাফিক কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, নিরাপত্তার কারণে নরেন্দ্র মোদির বিমান অবতরণের সময় থেকে আড়াই ঘণ্টা বিমানবন্দর বন্ধ ছিল। এরপর সামিটে যোগ দিতে একে একে বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী-সহ আরও অনেকেই৷
[রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর খবর প্রচার করছে গুগল, সরব ট্রাম্প]
নেপাল, ভারত, বাংলাদেশ ও থাইল্যান্ড ছাড়াও এই সামিটে থাকবেন মায়ানমার ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা। সম্মেলনের মাঝে ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের রাষ্ট্রনেতাদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিশেষ করে নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে জোর দিতে চায় মোদি সরকার৷
The post বিমসটেক সম্মেলনে যোগ দিতে নেপাল সফরে মোদি appeared first on Sangbad Pratidin.