ধীমান রায়, কাটোয়া: সুইফট ডিজায়ার গাড়িতে চড়ে মোবাইল টাওয়ার থেকে ডিজেল চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ল দু’জন। ভাতার থানার পুলিশ মঙ্গলবার রাতে ওই দু’জনকে গ্রেপ্তার করে। ভাতারের ভুমশোর গ্রামের কাছে তাদের পাকড়াও করে পুলিশ। ধৃতদের নাম শেখ আসাদুল(২৬) ও শেখ মিলন(২৫)। তাদের বাড়ি বর্ধমান থানার হটুদেওয়ান পীরতলা এলাকায়। ধৃতদের কাছ থেকে তিনটি জার মিলিয়ে মোট ৮০ লিটার ডিজেল উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে একটি সুইফট ডিজায়ার গাড়ি।
ভাতার থানার ওসি অরুণ কুমার সোম জানান, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর আসে বামশোর ও ভুমশোর গ্রামের মাঝামাঝি এলাকায় কয়েকজন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ বাহিনী পাঠানো হয়। পুলিশ দেখতে পায় মোবাইল টাওয়ারের পাশে দু’জন নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে।
[আরও পড়ুন: পুলিশ না পারলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিন, অশান্তি মামলায় রাজ্যকে পরামর্শ হাই কোর্টের]
তারপর পুলিশ দেখে ওই নীল রংয়ের সুইফট ডিজায়ার গাড়িতে চড়ে চম্পট দেওয়ার চেষ্টা করছে দু’জনে। পুলিশ তাদের ধরে ফেলে। গাড়ি থেকে উদ্ধার হয় জারভর্তি প্রচুর ডিজেল। পুলিশ জেরা করতেই ডিজেল চুরির কথা স্বীকার করে তারা। ধৃতদের মধ্যে একজন ওই গাড়ির চালক। বর্ধমানের এক ব্যক্তির ওই সুইফট ডিজায়ার গাড়ি চালাত সে। ধৃতদের বুধবার আদালতে পাঠানো হয়েছে।