shono
Advertisement

Breaking News

বিজেপি সমর্থক ও পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র হাজরা

হাজরার মত স্পর্শকাতর এলাকায় পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ৷ The post বিজেপি সমর্থক ও পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র হাজরা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:27 PM Oct 20, 2016Updated: 05:57 PM Oct 20, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসানসোলে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাবেন জানিয়েছিলেন বিজেপি সমর্থকরা৷ সেই বিক্ষোভকে কেন্দ্র করে বৃহস্পতিবার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় হাজরা মোড়৷ রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মহিলা পুলিশবাহিনীর বচসা হাতাহাতিতে পরিণত হয়৷ সেই পরিস্থিতি সামাল দিতেই লাঠিচার্জ করে পুলিশ৷ মাথায় আঘাত পান এক বিজেপি সমর্থক৷

Advertisement

প্রসঙ্গত, আসানসোলে বাবুল সুপ্রিয়র উপর যে হামলা হয় তার পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন শাসক দলকে৷ বাবুল সুপ্রিয়র মন্তব্যের ভিত্তিতেই বৃহস্পতিবার ১২ ঘণ্টা বনধের ডাক দেওয়া হয় আসানসোলে৷ এবং এই দিন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে জড়ো হন মহানগরের বিজেপি সমর্থকরা৷ বিক্ষোভকারীদের মিছিল মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলেই স্বাভাবিকভাবে পথ আটকায় পুলিশ৷ সেখানেই পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু হয় বিজেপি সমর্থকদের৷ এরপরই রূপা গঙ্গোপাধ্যায় দাবি করেন মহিলা পুলিশরা ইচ্ছাকৃতভাবে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি করে৷ তাই রূপা নিজেই নেমে পড়েন তাদের শায়েস্তা করতে৷ তিনি অভিযোগ করেন, দুই মহিলা পুলিশ মিছিলের ভিতরে ঢুকে মহিলা বিক্ষোভকারীদের ধাক্কা দিতে শুরু করেন৷ সেই নিয়েই বচসা শুরু হয় যা ক্রমাগত হাতাহাতির চেহারা নেয়৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বেপরোয়া লাঠিচার্জ করে পুলিশ এমনটাই অভিযোগ বিজেপি সমর্থকদের৷

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে জানিয়েছেন, পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে লাঠিচার্জ করেছে৷ তাঁর বক্তব্য, পুলিশের সঙ্গে যেকোনও মিছিলে বিক্ষোভকারীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হওয়া স্বাভাবিক কিন্তু অতি তৎপরতা দেখিয়ে ইচ্ছাকৃত আঘাত করাই এই লাঠিচার্জের উদ্দেশ্য ছিল৷ তিনি দাবি করেন, এই সরকারের জমানায় আসলে এভাবেই আক্রান্ত গণতন্ত্র৷

যদিও পুলিশ সূত্রে জানানো হয়েছে, হাজরার মত স্পর্শকাতর এলাকায় পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ৷ ১৩ জন মহিলা ও ৫ জন পুরুষ বিক্ষোভকারীকে গ্রেফতারও করা হয়েছে৷ ঘটনার জেরে কার্যত থমকে যায় হাজরা চত্বর৷ ব্যাহত হয় যান চলাচল৷ ব্যাপক যানজটে আটকে পড়েন নিত্যযাত্রীরা৷

The post বিজেপি সমর্থক ও পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র হাজরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement