নন্দন দত্ত, সিউড়ি: ফের বিপুল সংখ্য়ক বোমা মিলল বীরভূমে। বিস্ফোরণে দুই তৃণমূল কর্মীর মৃত্যুর পর থেকেই সতর্ক জেলা পুলিশ। জেলাজুড়ে লাগাতার তল্লাশি চালাচ্ছে তারা। শনিবার রাতে তল্লাশি চলাকালীন সদাইপুর থানার পাঁচটি এলাকা থেকে অন্তত ৮০টি বোমা উদ্ধার করল পুলিশ। বোমাগুলি কী উদ্দেশ্যে, কারা মজুত করেছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে।
মাড়গ্রামে বোমা মেরে দুই তৃণমূল কর্মীকে খুন করার পর জেলাজুড়ে পুলিশি টহলদারি, তল্লাশি চলছে। সেই সূত্র ধরে দু’দিন আগে লালমোহনপুর এলাকায় কন্টেনার বোমা উদ্ধার হয়। এরপর আরও জোরদার হয়েছিল তল্লাশি। শনিবার রাতে ডিএসপি অয়ন সাধুর নেতৃত্বে ফের লালমোহনপুর এলাকায় তল্লাশি চলে। সেখানেই ড্রামে ভরতি বিপুল বোমা উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, সদাইপুর থানার তুরুকবরিহাট,মানিকপুর-সহ পাঁচ জায়গা থেকে বোমা ভরতি ড্রাম উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, ড্রামগুলিতে ৮০-টির বেশি বোমা থাকতে পারে।সমস্ত বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।
[আরও পড়ুন: ‘পাকিস্তান দেউলিয়া হয়ে গিয়েছে’, চরম আর্থিক সংকটের মাঝেই দাবি পাক মন্ত্রীর]
দু’দিন আগেই ওই গ্রামের একটি কলাবাগানের ঝোঁপ থেকে কন্টেনার বোমা উদ্ধার করেছিল পুলিশের টহলদারি দল। উল্লেখ্য, জেলা পুলিশ সুপারের দায়িত্ব নিয়ে ভাস্কর মুখোপাধ্যায় তল্লাশি ও টহলদারির উপর জোর দিয়েছেন। তারই সুফল মিলল হাতেনাতে। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে বোমা মজুত করেছিল তা এখনও স্পষ্ট নয়। ফলে এই ঘটনায় এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।