shono
Advertisement

রাজনীতির ইতিহাসে দৃষ্টান্ত, মোদিকে শুভেচ্ছাবার্তায় বলল বাংলাদেশের রাজনৈতিক দলগুলি

দ্বিতীয় মোদি সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী রাজনৈতিক দলগুলি৷ The post রাজনীতির ইতিহাসে দৃষ্টান্ত, মোদিকে শুভেচ্ছাবার্তায় বলল বাংলাদেশের রাজনৈতিক দলগুলি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:43 PM May 24, 2019Updated: 07:04 PM May 24, 2019

সুকুমার সরকার, ঢাকা: ফের একবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হয়ে দেশের দায়িত্বভার নিতে চলেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ৷ এই বিপুল জয়ের পর তাঁকে বৃহস্পতিবার বিকেলেই শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ আর রাত কাটতেই পদ্মাপাড়ের অন্যান্য রাজনৈতিক দলগুলির তরফেও মিলল শুভেচ্ছা৷  সংসদের বিরোধী দল বিএনপি, জাতীয় পার্টি নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন৷ শুভেচ্ছাবার্তা দিয়েছেন বামদল ন্যাপও৷

Advertisement

[আরও পড়ুন: মোদিকে অভিনন্দন বার্তা হাসিনার, অমীমাংসিত বিষয়ে সুরাহার আশা]

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে মোদিকে শুভেচ্ছাবার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী৷ এই চিঠি আগামী দু’দিনের মধ্যে পৌঁছে যাবে ভারতীয় হাইকমিশনে৷ শুক্রবার দুপুরে বিএনপি চেয়ার পার্সন গুলশনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে ভারতীয় জনতা পার্টির নিরঙ্কুশ বিজয়ের প্রতিক্রিয়ায় আমির খসরু মাহমুদ চৌধুরী আক্ষেপ করে বলেন, ‘ভারতের জনগণ সে দেশের সরকার নির্বাচিত করতে পেরেছে। কিন্তু আমরা সেটা করতে পারিনি।’ আসলে গত সংসদীয় নির্বাচনে একচেটিয়া আওয়ামি লিগের জয় হওয়ার ফলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেই তাঁর এমন মন্তব্য বলে মনে করা হচ্ছে৷ ভারতের নতুন সরকারের কাছে প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা চাই দু’দেশের পারস্পরিক সম্পর্ক রাষ্ট্র এবং জনগণের সঙ্গে দৃঢ় হোক।’

জাতীয় পার্টির তরফে বিজেপিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশের জনগণকেও অভিনন্দন জানানো হয়েছে৷ দলের নেতা এরশাদ বলেন, ‘পরপর দুটি লোকসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করছে, এটা রাজনীতির ইতিহাসে অসাধারণ দৃষ্টান্ত হয়ে থাকবে।’ তিনি আশা প্রকাশ করেন, বিজেপির এই বিজয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। উন্নয়ন, অগ্রগতি আর আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ ও ভারত আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।

[আরও পড়ুন: আইএস যোদ্ধাদের দেশে প্রবেশ রুখতে ট্রাভেল পারমিট নিয়ে কড়া বাংলাদেশ]

নরেন্দ্র মোদিকে একই অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ এমপি৷ শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন পার্টির মহাসচিব ও বিরোধী দলের চিফ হুইপ মসিউর রহমান রাঙা৷ ভারতের নতুন সরকারের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা আরও বাড়বে, এই প্রত্যাশা ব্যক্ত করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাম দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামি পার্টি বা ন্যাপ৷

The post রাজনীতির ইতিহাসে দৃষ্টান্ত, মোদিকে শুভেচ্ছাবার্তায় বলল বাংলাদেশের রাজনৈতিক দলগুলি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement