shono
Advertisement

Breaking News

রাজ্যসভা নির্বাচনের দিন ঘোষণা কমিশনের, বাংলার পাঁচটি আসনে ভোট

শুক্রবার কমিশন এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে। The post রাজ্যসভা নির্বাচনের দিন ঘোষণা কমিশনের, বাংলার পাঁচটি আসনে ভোট appeared first on Sangbad Pratidin.
Posted: 08:54 PM Feb 23, 2018Updated: 09:09 PM Feb 23, 2018

নন্দিতা রায়, নয়াদিল্লি: রাজ্যসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার কমিশন এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে। আগামী ২৩ মার্চ দেশের ১৬টি রাজ্যের মোট ৫৮টি রাজ্যসভা আসনে নির্বাচন হবে বলে জানা গিয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের ৫টি আসনে নির্বাচন হবে। জানা গিয়েছে, চার তৃণমূল সাংসদ নাদিমুল হক, বিবেক গুপ্তা, কুণাল ঘোষ ও মুকুল রায়ের সাংসদ পদের মেয়াদ শেষ হচ্ছে। এবং পাঁচ নম্বর আসনটি হল বামেদের তপন সেনের। তাঁরও মেয়াদ শেষ হচ্ছে। এঁদের মধ্যে মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে গতবছর বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি তখনই সাংসদ পদ থেকে ইস্তফা দেন।

Advertisement

[আরও বেকায়দায় পিএনবি, ফাঁস ১০ হাজার গ্রাহকের ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য]

সূত্রের খবর, পাঁচটির মধ্যে চারটি আসনেই তৃণমূলের প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। বিধানসভায় ভোটাভুটি হলে তৃণমূলের দিকেই পাল্লা ভারী। আর পঞ্চম আসনের জন্য লড়াই হতে পারে। সেক্ষেত্রে বাম-কংগ্রেস জোট হলে সেই আসনটি তৃণমূল ছেড়ে দিতে পারে বলে সূত্রের খবর। তবে বাম ও কংগ্রেসের এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভের সম্ভাবনা ক্ষীণ। সেক্ষেত্রে বলাই যায়, পাঁচটির মধ্যে চারটি আসনে তৃণমূলের জয় প্রায় নিশ্চিত। শীঘ্রই প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের নাম ঘোষণা করবেন। সেক্ষেত্রে আসন্ন তৃণমূলের কোর কমিটির বৈঠকে প্রার্থীদের নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বেশি। বৈঠকের আগেও নাম ঘোষণা হতে পারে বলে গুঞ্জন রাজনৈতিক মহলে।

[ফাঁকা আসনে কে যেন বসে! ভূতের ভয়ে কাঁটা বিধায়করা]

The post রাজ্যসভা নির্বাচনের দিন ঘোষণা কমিশনের, বাংলার পাঁচটি আসনে ভোট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার