shono
Advertisement

এনএসজি-তে ভারতের পাশে রাশিয়াও, প্রমাদ গোনা শুরু চিনের

রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, এনএসজি-তে ভারতের প্রবেশ সংক্রান্ত বিষয়ে চিনের সঙ্গে রাশিয়ার 'খোলাখুলি' কথা হয়েছে৷ The post এনএসজি-তে ভারতের পাশে রাশিয়াও, প্রমাদ গোনা শুরু চিনের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:45 AM Jun 20, 2016Updated: 08:15 PM Jun 19, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কআগামী সপ্তাহেই সিওলে বসছে নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রপ বা এনএসজি বৈঠক৷ তার আগে চিনের রক্তচাপ আরও বাড়িয়ে সরাসরি ভারতের পাশে এসে দাঁড়াল রাশিয়া৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতীয় সংবাদমাধ্যমের কাছে আশাপ্রকাশ করলেন, চিনা বিরোধিতা কাটিয়ে ভারত ঠিকই আন্তর্জাতিক পরমাণু ক্লাবের সদস্যপদ আদায় করে নেবে৷

Advertisement

শুধু ভারতকে সমর্থন করেই থেমে থাকছে না রাশিয়া৷ এনএসজি-তে ভারতের প্রবেশের বিরুদ্ধে যে যে দেশ গলা উঁচিয়েছে, তাদের সঙ্গে কথা বলবে রাশিয়া৷ চিনকে দিয়েই ওই প্রক্রিয়া শুরু করে ফেলেছেন পুতিন৷ রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, এনএসজি-তে ভারতের প্রবেশ সংক্রান্ত বিষয়ে চিনের সঙ্গে রাশিয়ার ‘খোলাখুলি’ কথা হয়েছে৷ পুতিন অবশ্য সতর্ক, রাশিয়ার সক্রিয় সহযোগিতা ভারতকে যেন নতুন করে কোনও আন্তর্জাতিক আইনভঙ্গের আওতায় না ফেলে৷ তাতে নয়া কূটনৈতিক অস্ত্র পেয়ে যেতে পারে চিন৷ গত মে মাসে ভারত ৪৮ সদস্যের এনএসজি-তে প্রবেশের দাবি জানিয়েছে৷ এনএসজি-তে প্রবেশাধিকার পেলে নিউক্লিয়ার টেকনোলজি, নিউক্লিয়ার সেক্টর ফুয়েল, মেটিরিয়াল-সহ একগুচ্ছ বিষয়ে আন্তর্জাতিক সহায়তা পাবে ভারত৷ দেশের পারমানবিক গবেষণা আরও কয়েক কদম এগিয়ে যাবে৷

পুতিন জানিয়েছেন, ভারতের সবরকম পারমাণবিক পরীক্ষা-নিরীক্ষায় রাশিয়া সক্রিয় সহযোগিতা করে এসেছে ও ভবিষ্যতেও করবে৷ কিন্তু আন্তর্জাতিক আইনে বেশ কিছু বাধা-নিষেধ রয়েছে৷ ভুললে চলবে না ভারত এক বিপুল জনসংখ্যা বিশিষ্ট দেশ৷ দেশের ‘এনার্জি ক্রাইসিস’ মেটানোর জন্য ভারত যদি কোনও নতুন পারমাণবিক গবেষণা চালাতে চায় তাহলে তাকে মান্যতা দিতে হবে৷ সব দেশের সঙ্গে এক সারিতে ভারতকে বসানো চলবে না, একথা সাফ জানিয়েছেন পুতিন৷

The post এনএসজি-তে ভারতের পাশে রাশিয়াও, প্রমাদ গোনা শুরু চিনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement