shono
Advertisement

Breaking News

রাষ্ট্রপতি নির্বাচন: বিধানসভা নয়, BJP সাংসদদের মতো সংসদেই ভোট দেবেন শিশির ও দিব্যেন্দু

খাতায়-কলমে অধিকারী পরিবারের দুই সদস্য এখনও তৃণমূলের সদস্য।
Posted: 01:56 PM Jul 14, 2022Updated: 01:56 PM Jul 14, 2022

বুদ্ধদেব সেনগুপ্ত: ফের বিতর্কে কাঁথির অধিকারী পরিবার। এবার বিতর্কে পরিবারের দুই সংসদ সদস্য। বিধানসভায় নয়, রাষ্ট্রপতি নির্বাচনে দুই সাংসদ দিল্লিতে এসে ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনে দলের সাংসদরা রাজ্য বিধানসভায় ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। খাতায়-কলমে অধিকারী পরিবারের দুই সদস্য এখনও তৃণমূলের সদস্য। যদিও শিশির অধিকারীকে (Sisir Adhikari) নিয়ে বিতর্ক রয়েছে।

Advertisement

বিধানসভা নির্বাচনের আগে শিশির অধিকারী বিজেপিতে যোগ দেন বলে অভিযোগ। তবে দিব্যেন্দু এখনও তৃণমূলেই (TMC) রয়েছেন বলে দাবি করেন। সেক্ষেত্রে এই সাংসদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে তৃণমূল। তবে তৃণমূলের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ওই দুই সাংসদের কাছে দলের পক্ষ থেকে কোনও নোটিস পাঠানো হয়নি।

[আরও পড়ুন: বানচাল মোদিকে হত্যার ছক! বিহার থেকে ধৃত দুই সন্ত্রাসবাদী]

চলতি মাসের ১৮ তারিখ শুরু হচ্ছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। আবার সেই দিনই রাষ্ট্রপতি নির্বাচন। ২১ জুলাই নির্বাচনের ভোটগণনা হবে বলে জানিয়েছে কমিশন। সেদিন কলকাতায় তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠান। দলের সাংসদরা সেই অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন। তাই রাষ্ট্রপতি নির্বাচনে বিধানসভায় ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এখনও দলবদল না করলেও দিল্লিতে এসে সংসদ ভবনে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি জানান, ওইদিন তিনি দিল্লিতে থাকবেন। তাই সংসদে ভোট দেবেন। বাবা শিশির অধিকারীও সংসদে ভোট দেবেন বলে জানান তিনি।

অধিকারী পরিবারের দুই সাংসদের সিদ্ধান্তে নতুন করে বিতর্ক তৈরি হলে বলে রাজধানীতে জল্পনা। এমনিতে রাষ্ট্রপতি নির্বাচনে নিয়মানুযায়ী কোনও দলই হুইপ দিতে পারে না। কিন্তু দলের সিদ্ধান্ত মেনে চলাটাই দস্তুর। এক্ষেত্রে দলের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ উঠবে অধিকারী পরিবারের দুই সাংসদের বিরুদ্ধে।

[আরও পড়ুন: দুই ব্যাগে ৪৫টি পিস্তল, চক্ষু চড়কগাছ শুল্ক দপ্তরের কর্মীদের, দিল্লি বিমানবন্দরে গ্রেপ্তার দম্পতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement