shono
Advertisement

Breaking News

রাজপরিবারকে তোপের জের, প্রাসাদ থেকে ‘তাড়িয়ে’দেওয়া হল রাজকুমার হ্যারিকে

ব্রিটেনে আর কোনও বাসস্থান রইল না প্রিন্স হ্যারির।
Posted: 12:15 PM Mar 02, 2023Updated: 12:15 PM Mar 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাসাদ থেকে কার্যত তাড়িয়ে দেওয়া হল ব্রিটিশ রাজকুমার প্রিন্স হ্যারি (Prince Harry) ও তাঁর স্ত্রী মেগান মার্কেলকে। রাজপরিবারের সূত্র মারফত জানা গিয়েছে, উইন্ডসর এস্টেটে (Windsor Estate) ফ্রগমোর কটেজ থেকে নিজেদের জিনিসপত্র সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে হ্যারিকে। রাজকুমারের বিতর্কিত আত্মজীবনী ‘স্পেয়ার’ প্রকাশিত হওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে সূত্রের খবর।

Advertisement

২০১৮ সালে বিয়ের উপহার হিসাবে নবদম্পতি হ্যারি-মেগানকে এই কটেজ উপহার দিয়েছিলেন তৎকালীন রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth)। কিন্তু বেশিদিন সেখানে থাকেননি তাঁরা। ২০২০ সালে রাজপরিবারের সমস্ত দায়িত্ব ছেড়ে ক্যালিফোর্নিয়ায় পাড়ি দেন হ্যারি। পাকাপাকিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা হলেও ব্রিটেনে নিজেদের কটেজ ছাড়েননি তাঁরা।

[আরও পড়ুন: বিধানসভার ফল LIVE UPDATE: সাগরদিঘিতে বাড়ছে কংগ্রেসের লিড, উচ্ছ্বাস বহরমপুরের দলীয় কর্মীদের]

চলতি বছরের জানুয়ারি মাসেই প্রকাশিত হয় হ্যারির আত্মজীবনী স্পেয়ার। রাজপরিবারের রীতিনীতি থেকে শুরু করে তাঁর প্রতি পরিবারের একাংশের দুর্ব্যবহার- সমস্ত কিছু নিয়েই তোপ দাগেন হ্যারি। সাধারণ মানুষের প্রবল সমালোচনার মুখে পড়ে ব্রিটিশ রাজপরিবার। জানা গিয়েছে, তারপরেই রাজা তৃতীয় চার্লস (Charles III) সিদ্ধান্ত নেন, ফ্রগমোর কটেজ থেকে সরিয়ে দিতে হবে হ্যারিকে। এই পদক্ষেপের ফলে ব্রিটেনে আর কোনও বাসস্থান রইল না রাজপরিবারের সদস্যের।

জানা গিয়েছে, হ্যারির এই কটেজ এবার দেওয়া হবে প্রিন্স অ্যান্ড্রুকে। যৌন কেলেঙ্কারির জেরে ইতিমধ্যেই রাজপরিবারে কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন রাজা চার্লসের ভাই। সেই কারণেই ৩০টি ঘরের প্রাসাদ ছেড়ে অপেক্ষাকৃত ছোট কটেজে পাঠিয়ে দেওয়া হবে তাঁকে। তবে রাজপরিবারের দাবি, খরচ কমিয়ে সাধারণ জীবনযাপনের দিকে জোর দিচ্ছেন সদস্যরা। সেই জন্যই একাধিক কাটছাঁট করছে রাজপরিবার। যদিও এই খবর প্রকাশ্যে আসার পরেও একটি ক্লাবে খোশমেজাজে পার্টি করতে দেখা গিয়েছে হ্যারি-মেগানকে। 

[আরও পড়ুন: নির্বাচন কমিশনার নিয়োগে প্রধানমন্ত্রী-বিরোধী নেতার যৌথ কমিটি, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement