shono
Advertisement

গ্ল্যামারে গোল্ডেন গ্লোব মাতালেন প্রিয়াঙ্কা-দীপিকা

দেখুন দুই নায়িকার সেই সোনালী আভার ঝলক। জেনে নিন সেরাদের নাম। The post গ্ল্যামারে গোল্ডেন গ্লোব মাতালেন প্রিয়াঙ্কা-দীপিকা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:23 PM Jan 09, 2017Updated: 06:09 PM Jan 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্ল্যাশ বাল্বের জন্য গ্ল্যামারের কোনও কমতি ছিল না৷ হলিউডের হেভিওয়েট তারকারা অনেকেই ছিলেন৷ কিন্তু ভারতীয়দের জন্য বাড়তি পাওনা ৭৪তম গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে৷ কারণ দুই বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন৷ যাঁরা এলেন, দ্যুতি ছড়ালেন ও জয় করলেন সবার হৃদয়৷

Advertisement

দু’জনেই পরেছিলেন ডিজাইনার ব়্যালফ লরেনের পোশাক৷ কিন্তু প্রিয়াঙ্কা প্রেফার করেছিলেন সোনালি আভা৷ সঙ্গে ডার্ক মেরুন লিপস্টিক৷ রেড কার্পেটের পাশাপাশি মঞ্চেও এই পোশাকে পিগি চপস সমান সাবলীল ছিলেন অভিনেতা জে ডি মরগ্যানের পাশে৷

বাজিরাওয়ের কাশীবাঈয়ের থেকে কোনও অংশে কম যাননি তাঁর মস্তানি দীপিকা পাড়ুকোন৷ তিনি এসেছিলেন হরিদ্রাভের শোভা নিয়ে৷ ব়্যালফের অফ শোল্ডার গাউনে স্মোকি ফ্লেভার নিয়ে কার্পেটে হাঁটলেন ডিপি৷

কার্পেটে যখন ভারতীয় সুন্দরীরা ঝড় তুলছিলেন, তখনই ভিতরে নির্ধারিত হচ্ছিল হলিউড তারকাদের ভাগ্য৷ আর ভাগ্যের এই পরীক্ষায় যাঁরা সসম্মানে উত্তীর্ণ হলেন, তাঁদের মধ্যে

উল্লেখযোগ্য হলেন –

  • সেরা ছবি (ড্রামা) – মুনলাইট
  • সেরা ছবি (মিউজিক্যাল কিংবা কমেডি) – লা লা ল্যান্ড
  • সেরা অভিনেতা (ড্রামা) – ক্যাসি অ্যাফ্লেক (ম্যানচেস্টার বাই দ্য সি)
  • সেরা অভিনেত্রী (ড্রামা) – ইজাবেল হুপার্ট (এলে)
  • সেরা অভিনেতা (মিউজিক্যাল কিংবা কমেডি) –  রায়ান গসলিং (লা লা ল্যান্ড)
  • সেরা অভিনেত্রী (মিউজিক্যাল কিংবা কমেডি) – এমা স্টোন (লা লা ল্যান্ড)
  • সেরা টিভি সিরিজ – দ্য ক্রাউন

The post গ্ল্যামারে গোল্ডেন গ্লোব মাতালেন প্রিয়াঙ্কা-দীপিকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement