সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট পর্দায় রিয়ালিটি শোয়ের কদর কখনও কমে না। কারণ সাধারণ মানুষও এতে ভাগ নিতে পারেন। ফলে নির্দিষ্ট টিআরপির প্রাপ্তি ঘটতেই থাকে। তাই তো সেলেবরাও বারবার এই ছুতোয় টেলিভিশনে দেখা দেন। বহুদিন পর হিন্দি টেলিভিশনের পর্দায় নিজের ‘দশ কা দম’ নিয়ে হাজির হচ্ছেন সলমন খান। এদিকে বাংলা টেলিভিশনেও গ্ল্যামারের ছোঁয়া লাগতে চলেছে। সূত্রের খবর সত্যি হলে, এবার বাংলার মানুষকে ‘কোটিপতি’ হওয়ার পথ দেখাতে আসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, ফের শুরু হচ্ছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র বাংলা ভার্সান ‘কে হবে বাংলার কোটিপতি’। আর এবার এই শোয়ের সঞ্চালক হিসেবে দেখা যাবে বাংলার সুপারস্টারকে।
[ধর্ষণ নিয়ে মশকরায় হেসেই খুন, নেটদুনিয়ায় সমালোচনার মুখে কঙ্গনা]
ব্রিটিশ টেলিভিশনে প্রথম শুরু হয় ‘হু ওয়ান্টস টু বি আ মিলিওনিয়ার?’। তারই ভারতীয় ভার্সান ‘কৌন বনেগা ক্রোড়পতি’। টেলিভিশনের এই শো সঞ্চালনা করেই নিজের পড়ন্ত কেরিয়ারকে নতুন করে গড়ে তুলেছিলেন অমিতাভ বচ্চন। বাংলায় যখন এই শো শুরু হয়, সঞ্চালকের আসনে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশে এবং বিদেশে সফল এই শো বাংলার বাজারে টিকে থাকতে অক্ষম হয়েছিল৷ অবশ্য তার কারণ অন্য৷ আর সেসব এখন অতীত৷ সব ঠিকঠাক থাকলে ‘কালার্স বাংলা’ চ্যানেলেই এবার দেখা যাবে ‘কে হবে বাংলার কোটিপতি’ নন-ফিকশনটি৷
[মেয়ে আরাধ্যাকে চুমু খেয়েও নেটদুনিয়ার রোষের মুখে ঐশ্বর্য, কিন্তু কেন?]
এমন খবর চাউর হতেই শুরু হয় জল্পনা৷ প্রশ্ন ওঠে, সৌরভ তো ‘দাদাগিরি’ নিয়ে ব্যস্ত, তাহলে এবার সঞ্চালক হিসেবে কাকে দেখা যাবে? উত্তর হিসেবে যে নামটি উঠে আসছে তা হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ যদিও এ বিষয়ে নায়কের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি, তবে তাঁর সঞ্চালকের আসনে বসার সম্ভাবনাই প্রবল৷ এমনিতেই টলিউডে প্রসেনজিতের জনপ্রিয়তা তুঙ্গে৷ ‘ময়ূরাক্ষী’, ‘দৃষ্টিকোণ’-এর সৌজন্যে তা আরও বেড়েছে৷ তাই তাঁর গ্রহণযোগ্যতাই সবচেয়ে বেশি৷ বছর কয়েক আগে জি বাংলা চ্যানেলে ‘বাংলার সেরা পরিবার’ হোস্ট করেছিলেন প্রসেনজিৎ৷ টেলিভিশনে তাঁর শেষ বড় কাজ স্টার জলসার ‘মহানায়ক’ সিরিজ৷ যা ছিল ফিকশন ফরম্যাটে৷ তাই সূত্রের এই খবর সত্যি হলে, লম্বা বিরতির পরই নন-ফিকশনে ফিরতে চলেছেন বাংলার সুপারস্টার৷
[প্রায় মাস দুই বাদে টুইট ইরফানের, কী জানালেন অভিনেতা?]
The post ‘কোটিপতি’ হওয়ার খেলায় এবার সঞ্চালক প্রসেনজিৎ! appeared first on Sangbad Pratidin.