shono
Advertisement

Breaking News

জলে যাচ্ছে জনগণের টাকা, একটুও শুদ্ধ হয়নি গঙ্গা!

প্রধানমন্ত্রীর দেওয়া কাজ জাতীয় প্রকল্প হিসেবে ধরে সেই মর্যাদাতেই দ্রুত শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ The post জলে যাচ্ছে জনগণের টাকা, একটুও শুদ্ধ হয়নি গঙ্গা! appeared first on Sangbad Pratidin.
Posted: 08:58 AM Feb 07, 2017Updated: 03:28 AM Feb 07, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু জনগণের টাকা খসছে৷ গঙ্গা পরিষ্কারের বিন্দুমাত্র অগ্রগতি হচ্ছে না৷ এই বলেই গঙ্গা দূষণ রোধে দায়িত্বপ্রাপ্ত সরকারি এজেন্সিগুলোকে তুলোধোনা করল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল৷

Advertisement

এবার কোম্পানির থেকে উপহার নিলেই দিতে হবে কর!

গঙ্গাকে দূষণ মুক্ত করতে ‘নমামি গঙ্গে’ নামে প্রকল্প নিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ উত্তরপ্রদেশে সে দায়িত্বভার তুলে দেওয়া হয়েছিল বেশ কিছু সংস্থার হাতে৷ কিন্তু সময় পেরলেও গঙ্গা পরিষ্কারের কাজ একটুও এগোয়নি বলে দাবি গ্রিন ট্রাইব্যুনালের৷ বিচারপতি স্বতন্তর কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ এ নিয়ে তুলোধোনা করে সংস্থাগুলিকে৷ জানতে চাওয়া হয়, প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়িত করতে ঠিক কী পদক্ষেপ করা হয়েছে৷ রাজ্য ও কেন্দ্রের সংঘাতের নাটক আর শোনা হবে না বলেও সাফ জানানো হয়েছে৷

তেঁতুল জলে টয়লেট ক্লিনার মেশাত এই ফুচকা বিক্রেতা!

ভোটের ঠিক মুখেই এই তোপ গ্রিন ট্রাইব্যুনালের৷ এদিন ভারপ্রাপ্ত সংস্থাগুলিকে তিরস্কার করে আদালত বলে, যদি সংস্থাগুলি কাজ করত, তাহলে তাদের আদালতের সামনে খাড়া হতে হত না৷ সকলেই বলছে প্রচুর কাজ করছে৷ কিন্তু আদতে একফোঁটা গঙ্গার জলও শুদ্ধ হয়নি৷ দিনের পর দিন জনগণের টাকা নষ্ট হচ্ছে বলেও বিরক্ত আদালত৷ প্রধানমন্ত্রীর দেওয়া কাজ জাতীয় প্রকল্প হিসেবে ধরে সেই মর্যাদাতেই দ্রুত শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷

প্রয়াত নেতাজির ছায়াসঙ্গী কর্নেল নিজামুদ্দিন

 

The post জলে যাচ্ছে জনগণের টাকা, একটুও শুদ্ধ হয়নি গঙ্গা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement