সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে রাজনৈতিক ঝড় ক্রমেই গতি পেয়েছে। ২০২৫ সালেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে শুরু বাকযুদ্ধ। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও আরজেডি নেত্রী রাবড়ি দেবীর মধ্যে বিধানসভায় কথা কাটাকাটি ঘিরে ছড়াল চাঞ্চল্য। নীতীশের খোঁচা, তিনি বিহারের মসনদে বসার আগে লালু কিংবা রাবড়ি কেউই বিহারের মহিলাদের জন্য কিছুই করেননি। এমনকী বিহারের মহিলাদের পরনে পোশাকই থাকত না। রাবড়ির খোঁচা, তাহলে কি নীতীশের পরিবারের মহিলারা নগ্ন হয়ে ঘুরে বেড়াত।

ঠিক কী বলেছিলেন নীতীশ? তাঁকে বলতে শোনা গিয়েছে, ''মহিলাদের জন্য কোনও কাজ হয়েছিল এর আগে? আর আমরা আসার পরে কী কী হয়েছে। ওঁরা তো নারীদের শিক্ষিতও করতে চাননি। আপনি কি জানেন কীভাবে মহিলারা আজ কীভাবে এগিয়ে গিয়েছে। যখন আপনার স্বামী পদত্যাগ করেন, তখন আপনাকে মুখ্যমন্ত্রী করলেন। সন্ধ্যায় মানুষ বাইরে বেরোতে পারত না। এখন পুরুষ ও মহিলারা অনেক রাত পর্যন্ত বাইরে থাকেন।''
এর পালটা বলতে গিয়ে নীতীশকে 'ভাংড়ি' অর্থাৎ ভাংখোর বলেও খোঁচা দেন রাবড়ি। বলেন, ''উনি তো ভাং খান। বাড়ি ফিরে মহিলাদের সম্পর্কে খারাপ কথা বলতে থাকেন। মহিলাদের অপমান করেন। উনি জানতে চান বিহারের মহিলারা ২০০৫ সালের আগে পোশাক পরতেন কিনা। আমি নীতীশ কুমারের কাছে জানতে চাই, ওঁর পরিবারের মহিলারা কি নগ্ন ঘুরে বেড়াতেন? বিহারের মানুষ জানেন আমরা ওঁদের জন্য কী করেছি। মহিলাদের জন্য কিংবা অনগ্রসর শ্রেণির জন্য।''