shono
Advertisement
Raidighi

ট্রাকের ধাক্কায় দুমড়ে গেল গাড়ি! ভয়াবহ দুর্ঘটনায় ঝাড়খণ্ডে মৃত্যু রায়দিঘির বিজেপি নেতার

আরও এক বিজেপি নেতা গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি।
Published By: Suhrid DasPosted: 03:38 PM Feb 17, 2025Updated: 03:38 PM Feb 17, 2025

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ঝাড়খণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনায় মারা গেলেন বাংলার এক বিজেপি নেতা। মৃতের নাম মানব সর্দার। তিনি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভায় বিজেপির আহ্বায়ক পদে ছিলেন। রবিবার রাতে জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর।

Advertisement

জানা গিয়েছে, দলীয় কাজে রায়দিঘি থেকে গাড়ি করে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মানব সর্দার। সঙ্গে ছিলেন মথুরাপুর সংগঠনিক জেলায় বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত হালদার। সুব্রত হালদারের গাড়িতেই গতকাল রবিবার সন্ধ্যায় তাঁরা রওনা হয়েছিলেন বলে খবর। ঝাড়খণ্ডের ডুমরি থানা এলাকায় ওই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। জানা গিয়েছে, হাইওয়ের উপর উলটো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগতিতে থাকার জন্যই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। এমনই প্রাথমিক অনুমান পুলিশের।

গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। বিকট আওয়াজ শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। ডুমরি থানার পুলিশও ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলেই মারা যান মানব সর্দার ও ওই গাড়ির চালক। গুরুতর জখম অবস্থায় সুব্রত হালদারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। দুই নেতার পথ দুর্ঘটনার কবলে পড়ার দুঃসংবাদ রায়দিঘি এলাকায় রাতেই আসে। মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপির অন্যতম মুখ ছিলেন মানব সর্দার। মৃত্যুর খবরে দলের অন্দরে শোকের ছায়া নেমেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঝাড়খণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনায় মারা গেলেন বাংলার এক বিজেপি নেতা।
  • তিনি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভায় বিজেপির আহ্বায়ক পদে ছিলেন।
  • রবিবার রাতে জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর।
Advertisement