shono
Advertisement

সকালের ব্যস্ত সময়ে রেল অবরোধ দাশনগর স্টেশনে, দুর্ভোগে যাত্রীরা

হাওড়া-খড়গপুর শাখায় ব্যাহত ট্রেন চলাচল। The post সকালের ব্যস্ত সময়ে রেল অবরোধ দাশনগর স্টেশনে, দুর্ভোগে যাত্রীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:56 AM Jan 24, 2019Updated: 09:56 AM Jan 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে রেল অবরোধ হাওড়ার দাশনগর স্টেশনে। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় ব্যাহত ট্রেন চলাচল। দাশনগর স্টেশনে আটকে হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে একাধিক লোকাল ট্রেন। সকালের ব্যস্ত সময়ে চরম দুর্ভোগে যাত্রীরা।

Advertisement

[ রেলের পরীক্ষা ঘিরে উত্তেজনা সল্টলেকে, পরীক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ]

হাওড়া-খড়গপুর শাখার গুরুত্বপূর্ণ স্টেশন দাশনগর। লোকাল ট্রেন তো বটেই, এই স্টেশনে পেরিয়েই গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যায় দুরন্ত এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লা ট্রেনও। বৃহস্পতিবার সকাল থেকে দাশনগর স্টেশনের অবরোধে নাকাল নিত্যযাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাতটা নাগাদ পাঁশকুড়া থেকে হাওড়ার দিকে যাচ্ছিল একটি লোকাল ট্রেন। অফিসটাইমে ট্রেনে ভিড়ও ছিল যথেষ্ট। কিন্তু, দাশনগর স্টেশনে ঢোকার মুখে আচমকাই ট্রেনটি ভুল লাইনে ঢুকে পড়ে। ফলে অনেকগুলি কামরা প্ল্যাটফর্মের বাইরে থেকে যায়। ট্রেন থামলেও ওইসব কামরার যাত্রীরা আর দাশনগরে নামতে পারেননি। আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দাশনগর স্টেশনে রেল অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। শেষ খবর অনুযায়ী, এখনও অবরোধ চলছে। বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে লোকাল ও দূরপাল্লার ট্রেনও।

যাত্রীদের অভিযোগ, দাশনগর স্টেশনে যেভাবে হঠাৎ লোকাল ট্রেনটি অন্য লাইনে ঢুকে পড়েছিল, তাতে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। নেহাতই বরাতজোরে রক্ষা পেয়েছেন তাঁরা। রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন নিত্যযাত্রীরা। এই লাইনে প্রায় নিয়মিত লোকাল ট্রেন লেট করে বলেও অভিযোগ।

[‘গণচুম্বন’ কাণ্ডে এবার স্কুলের বিরুদ্ধে লড়াইয়ে অভিযুক্ত পড়ুয়াদের অভিভাবকরা]

The post সকালের ব্যস্ত সময়ে রেল অবরোধ দাশনগর স্টেশনে, দুর্ভোগে যাত্রীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার