shono
Advertisement

কোচ পরীক্ষা করার সময় ট্রেন ছেড়ে দেওয়ায় বিপত্তি! প্ল্যাটফর্ম ও কোচের মাঝে পিষে মৃত রেলকর্মী

একইভাবে আন্দুল এলাকায় এধরনের দুর্ঘটনা ঘটেছিল।
Published By: Paramita PaulPosted: 09:10 PM Feb 12, 2025Updated: 09:10 PM Feb 12, 2025

সুব্রত বিশ্বাস: কোচ পরীক্ষা করার সময় হঠাৎই ছেড়ে দিল ট্রেন। সেই সময় কোচ ও স্টেশনের মধ্যে পিষে মারা গেলেন রেলের ক্যারেজ অ্যান্ড ওয়াগনের কর্মী। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের মধুপুর স্টেশনে।

Advertisement

মৃত কর্মীর নাম সুভাষ মণ্ডল।  ওই স্টেশনে ডাউন দিল্লি -গোড্ডা এক্সপ্রেস আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এরপর ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মী সুভাষবাবু এস-৬ কোচের নিচে যান পরীক্ষা করতে। তিনি যখন কাজ করছিলেন তখনই ট্রেনটি ছেড়ে দেয়। তখন তড়িঘড়ি প্ল‌্যাটফর্মে ওঠার চেষ্টা করেন সুভাষবাবু। কিন্তু তিনি বেরিয়ে আসতে পারেননি।

 

পূর্ব রেলের আসানসোল ডিভিশনের মধুপুর স্টেশনে দুর্ঘটনা।

 

প্ল‌্যাটফর্ম ও ট্রেনের মাঝে এমনভাবে চেপে যান যে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর স্টেশনের কর্মীরা এসে প্ল‌্যাটফর্মের ধার ভেঙে দেহ বের করে আনেন। এই ঘটনার পরই তাঁর বিভাগীয় কর্মীরা নিরাপত্তা সুনিশ্চিতের দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। কোন ভুলে এই মৃত্যু এনিয়ে তদন্ত শুরু করেছে রেল। এধরণের ঘটনা এই প্রথম নয়, আগেও বেশ কয়েকবার এভাবে কর্তব‌্যরত কর্মী মারা যাওয়াতেও রেল সতর্ক হয়নি বলে কর্মীদের অভিযোগ।

উল্লেখ্য, একইভাবে আন্দুল এলাকায় এধরনের দুর্ঘটনা ঘটেছিল। প্রাণ হারিয়েছিলেন এক রেলকর্মী। তারপরেও হুঁশ ফেরেনি কর্তৃপক্ষের। এদিনের ঘটনা ফের একবার তা প্রমাণ করে দিল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কোচ পরীক্ষা করার সময় হঠাৎই ছেড়ে দিল ট্রেন।
  • সেই সময় কোচ ও স্টেশনের মধ্যে পিষে মারা গেলেন রেলের ক্যারেজ অ্যান্ড ওয়াগনের কর্মী।
  • ঘটনা ঘটেছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের মধুপুর স্টেশনে।
Advertisement