সুব্রত বিশ্বাস: আগামী বছর নির্বাচন। মতুয়া ভোট টানতে মরিয়া কেন্দ্র। যে কোনও ভাবে তাদের মন পেতে তৈরি তারা। আর তাই রবিবার মতুয়াদের মেলা উপলক্ষে বিশেষ ট্রেন চালাবে কেন্দ্র সরকার।
মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে রবিবার মতুয়া মেলা। আর সেই উপলক্ষে ঠাকুরনগর-কাঠগোদামের মধ্যে একজোড়া বিশেষ ট্রেন চালাচ্ছে রেল।
কাঠগোদাম থেকে বৃহস্পতিবার সকাল ১০টার সময় ট্রেনটি ছাড়বে। পরের দিন সন্ধে সাড়ে সাতটার সময় ট্রেনটি ঠাকুরনগর পৌঁছবে। আবার সোমবার দুপুর সাড়ে বারোটায় ঠাকুরনগর থেকে রওনা দিয়ে বুধবার রাত আড়াইটে নাগাদ কাঠগোদাম পৌঁছবে ট্রেনটি। জানা গিয়েছে, ট্রেনটি কলকাতা, ডানকুনি, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, মালদহে দাঁড়াবে। এরপর বিহারের কাটিহার হয়ে গন্তব্যের দিকে যাবে। বিভিন্ন রাজ্য থেকে মতুয়া ধর্মাবলম্বীরা যাতে ঠাকুরনগরের আমবারুনিতে যোগ দিতে পারে, সেজন্য এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল।
[আরও পড়ুন: আড়াই মাস ক্লাস করার পর দশমের ছাত্রীকে নবমে পাঠালেন প্রধান শিক্ষিকা! শোরগোল বাঁকুড়ায়]
রেল জানিয়েছে, ঠাকুরনগরবাসীর আবেদনে এই ব্যবস্থা করা হয়েছে। মতুয়া মহাসংঘের সাংগঠনিক সম্পাদক জহর বিশ্বাস জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই দাবিতে বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা যাতে আসতে পারেন সে জন্য ট্রেন দিতেন। এবারও ট্রেন চাওয়া হয়েছিল।” রবিবার মধুকৃষ্ণ একাদশী। ওই দিন হরিচাঁদ ঠাকুর জন্মতিথি। সকালে পুণ্যস্নান সারেন তারা। মালকানগিরি, দণ্ডকারণ্য, মহারাষ্ট্রের অপিশরী, দিল্লি, বিহার প্রভৃতি জায়গা থেকে প্রচুর ভক্ত ঠাকুরনগর আসেন। এদের সুবিধার জন্য এই ট্রেনের দাবি করা হয়েছিল।