সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কনভয়ে হামলার তীব্র প্রতিবাদ জানালেন তৃণমূলের (TMC) তিন তারকা সদস্য রাজ চক্রবর্তী (Raj Chakraborty), সায়নী ঘোষ (Saayoni Ghosh) এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)।
সোমবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশ্রামগঞ্জের কাছে তাঁর কনভয়ের একটি গাড়ির উপর হামলা হয়। সেই ভিডিও পোস্ট করে অভিষেক লেখেন, “‘অতিথি দেব ভব’র উদাহরণ দেখলাম, ত্রিপুরার মানুষই এর বিচার করবেন।” অভিষেকের পোস্টটি শেয়ার করেই বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী লেখেন, “এবার ত্রিপুরায় খেলা হবে”। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রসে জিন্দাবাদ বলে স্লোগানও দেন রাজ।
[আরও পড়ুন: ‘দেড় বছরের মধ্যে ত্রিপুরায় উন্নয়নের সরকার গড়বে তৃণমূল’, চ্যালেঞ্জ ছুঁড়লেন Abhishek]
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার তীব্র প্রতিবাদ তো করেছেনই, পাশাপাশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে (Biplab Kumar Deb) একহাত নিয়েছেন সায়নী ঘোষ। টুইটারে যুব তৃণমূলের সভাপতি লিখেছেন, “ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই তাঁর কনভয়ে হামলা, এই বিপ্লব দেবের ‘অতিথি দেব ভব’ নজির। পদ মর্যাদায় মুখ্যমন্ত্রী, আর চরিত্রগত দিক থেকে লুজার। পরাজয়ের ভয় চোখে পড়ছে, আমাদের জয়ের আশাও সুনিশ্চিত হচ্ছে।”
সোমবার বাঁকুড়ার প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এলাকাবাসীর পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি টুইটারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর নিয়ে লেখেন, “ত্রিপুরেশ্বরীর পবিত্র মাটিতে এবার খেলা হবে!”