shono
Advertisement

‘ক্ষমতালোভীরা চলে গেলে দলে শুদ্ধিকরণ হবে’, নদিয়ায় কড়া বার্তা রাজীব বন্দ্যোপাধ্যায়ের

বুথস্তরে সংগঠনকে কীভাবে শক্তিশালী করতেই এদিনের কর্মিসভা৷ The post ‘ক্ষমতালোভীরা চলে গেলে দলে শুদ্ধিকরণ হবে’, নদিয়ায় কড়া বার্তা রাজীব বন্দ্যোপাধ্যায়ের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:23 PM Jun 15, 2019Updated: 06:23 PM Jun 15, 2019

পলাশ পাত্র, তেহট্ট: লোকসভা নির্বাচনের একেবারে প্রাথমিক পর্যায় থেকে দলবদলের হিড়িক লেগেছে৷ তৃণমূল ছেড়ে বহু নেতাই নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে৷ বীজপুরের কর্মিসভায় গিয়ে দলত্যাগীদের কড়া ভাষায় আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলনেত্রীর দেখানো পথেই হাঁটলেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ যাঁরা ক্ষমতালোভী, তাঁদের নিয়ে দল চিন্তিত নয় বলেই সাফ জানিয়ে দিলেন নদিয়া জেলা তৃণমূলের পর্যবেক্ষক৷ বরং বললেন, এই দলত্যাগ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে শুদ্ধিকরণই যে একমাত্র পন্থা, বুথস্তরের দলীয় বৈঠকে সেকথাই বুঝিয়ে দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷

Advertisement

[ আরও পড়ুন: কোচবিহারে গেরুয়া সন্ত্রাসের অভিযোগে থানায় ধরনা তৃণমূল বিধায়কের]

লোকসভা নির্বাচনে  এরাজ্য থেকে ১৮টি আসন দখল করে নিয়েছে বিজেপি৷ আশানুরূপ ফল হয়নি তৃণমূলের৷ ফলাফল চিন্তা বাড়াচ্ছে দলের শীর্ষ নেতৃত্বের৷ তাই বুথস্তরে সংগঠনে নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁরই নির্দেশে শনিবার নদিয়ায় কর্মিসভার আয়োজন করা হয়৷ তাতেই উপস্থিত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ রুদ্ধদ্বার বৈঠকে মূলত কীভাবে বুথস্তরে সংগঠনকে আরও মজবুত করা যায় তা নিয়ে আলোচনা করেন তিনি৷ দলীয় বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন, ‘‘যারা লোকসভা নির্বাচনে প্রার্থী দিতে পারে না, অপেক্ষা করে কবে, কখন তৃণমূল কংগ্রেস থেকে ছিটকে যাবে তাঁকে প্রার্থী করবে৷ তাঁরা এখনও অপেক্ষা করছে কে,কখন তৃণমূল ছেড়ে বেরোবে৷ আমি আবার বলছি ভারতীয় জনতা পার্টি হচ্ছে ভারতীয় জঞ্জাল পার্টি৷’’

[ আরও পড়ুন: অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ, ধুন্ধুমার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে]

২০২১ সালের বিধানসভা নির্বাচনই এখন লক্ষ্য ঘাসফুল শিবিরের৷ তার আগে এদিনের বৈঠকে কর্মীদের কোমর বেঁধে তৈরি হওয়ার কথা বলেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ অন্তর্দ্বন্দ্ব না করে নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে দলের জন্য কাজ করার বার্তাও দেন তিনি৷ এছাড়াও যেকোনও মুহূর্তে দলের স্বার্থে তাঁকে মেল অথবা চিঠি লিখে সমস্যা নিয়ে আলোচনার কথাও বলেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ এদিনের বৈঠকে জেলার শীর্ষ নেতৃত্ব-সহ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন৷ তবে শারীরিক অসুস্থতার কারণে এই বৈঠকে থাকতে পারেননি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র৷

দেখুন ভিডিও:

The post ‘ক্ষমতালোভীরা চলে গেলে দলে শুদ্ধিকরণ হবে’, নদিয়ায় কড়া বার্তা রাজীব বন্দ্যোপাধ্যায়ের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement