shono
Advertisement

মদ্যপ অবস্থায় থানায় তাণ্ডব! কেরলে গ্রেপ্তার রজনীকান্তের ‘জেলার’ সিনেমার ভিলেন

ঘটনাটি ঘটেছে কেরলের এর্নাকুলাম নর্থ থানায়।
Posted: 10:42 AM Oct 25, 2023Updated: 10:42 AM Oct 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়ের দশক ধরে মালয়ালম, তামিল সিনেমায় অভিনয় করে চলেছেন। পুরস্কার, প্রশংসা দুই-ই পেয়েছেন দক্ষিণী অভিনেতা বিনায়কন (Actor Vinayakan)। কিছুদিন আগে মুক্তি পাওয়া রজনীকান্তের ‘জেলার’ সিনেমায় হয়েছিলেন ভিলেন। এমন অভিনেতাকেই গ্রেপ্তার করা হল। তাও আবার মদ্যপ অবস্থায় থানায় তাণ্ডব করার অভিযোগে।

Advertisement

ঘটনাটি ঘটেছে কেরলের এর্নাকুলাম নর্থ থানায়। পুলিশ সূত্রে খবর, যে আবাসানে বিনায়কন থাকেন সেখান থেকেই তাঁর নামে অভিযোগ এসেছিল। তাতে বলা হয়েছিল, অভিনেতা মদ্যপ অবস্থায় উৎপাত করছেন। এই অভিযোগ পেয়েই বিনায়কনকে থানায় নিয়ে আসা হয়। সেখানেও তাণ্ডব করতে থাকেন দক্ষিণী তারকা। এর জেরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দাক্ষিণাত্যের বিনোদন জগতে।

[আরও পড়ুন: রাবণ দহন করতে গিয়ে ধনুকই চালাতে পারলেন না কঙ্গনা! ধেয়ে এল কটাক্ষ]

নৃত্যশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন বিনায়কন। পরিচালক থাম্পি তাঁকে ‘মণিথিরকম’ সিনেমায় অভিনয়ের সুযোগ দেন। ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। আর সেই থাকেই বিনায়কনের অভিনয় সফর শুরু। তারপর থেকে বিভিন্ন সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। ভিলেন অর্থাৎ খলনায়ক হিসেবে বেশ জনপ্রিয়তা রয়েছে তাঁর।

রজনীকান্তের ‘জেলার’ সিনেমায় গ্যাংস্টার বর্মনের চরিত্রে অভিনয় করেছেন বিনায়কন। তাঁর গ্রেপ্তারির খবর ইতিমধ্যেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই বিনায়কনের মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। জামিনযোগ্য ধারাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং, অল্প সময়ের মধ্যেই তাঁর ছাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে।

[আরও পড়ুন: পাঁচদিনেই ৩ কোটির বেশি ব্যবসা করল ‘দশম অবতার’, পুজোর বক্স অফিসে বাজিমাত সৃজিতের ছবির!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement