নন্দিতা রায়, নয়াদিল্লি: খ্যাতি হোক বা পরিচিতি, জয়া বচ্চনকে অভিনেত্রী হিসেবেই চেনেন সকলে। কিন্তু অমিতাভ বচ্চনকে বিয়ে করার পর রূপোলি পর্দা থেকে নিজেকে অনেকটাই সরিয়ে নিয়েছেন তিনি। বদলে ফেলেছেন পদবীও। জয়া ভাদুড়ি থেকে হয়েছেন জয়া বচ্চন। পাশাপাশি যোগ দিয়েছেন সংসদীয় রাজনীতিতেও। সমাজবাদী পার্টির সমর্থনে রাজ্যসভার সাংসদ হয়েছেন। আসন্ন রাজ্যসভা নির্বাচনেও ফের অমিতাভ-ঘরণীকেই প্রার্থী করেছে অখিলেশ যাদবের দল।
অভিনয় দিয়ে জীবন শুরু করলেও রাজনীতির মঞ্চে নজর কেড়েছেন ‘ধন্যি মেয়ে’ জয়া। সেরা সাংসদের পুরস্কারও জিতেছেন তিনি। আসন্ন রাজ্যসভা নির্বাচনে ফের এই অভিনেত্রীকেই প্রার্থী করেছে সমাজবাদী পার্টি। দলীয় সূত্রে খবর, ইতিমধ্যে রাজ্যসভার সাংসদ হতে মনোনয়ন পেশ করেছেন জয়া বচ্চন। নির্বাচনে জিতলে পঞ্চমবারের জন্য সাংসদ হবেন তিনি। উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি নির্বাচন হবে রাজসভা আসনগুলিতে।
কয়েকদিন আগেই রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনকড়ের সামনেই মেজাজ হারাতে দেখা গিয়েছিল তাঁকে। এর পর গত শুক্রবার একেবারে ভিন্ন মেজাজে দেখা যায় জয়া বচ্চনকে(Jaya Bachchan)। বিদায়ী ভাষণে সমস্ত সদস্যের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ জায়া। সেই সঙ্গে মেনে নিলেন তিনি রগচটা। যদিও কাউকে আঘাত করার জন্য কিছু বলেন না। তিনি বলেন, ”লোকেরা আমার কাছে জানতে চায় আমি কেন এত রেগে যাই। এটা আমার স্বভাব। নিজেকে আমি বদলাতে পারব না। কোনও কিছু আমার পছন্দ না হলে কিংবা কোনও কিছুর সঙ্গে একমত না হলে আমি মাথা গরম করে ফেলি। যদি আমি কোনও খারাপ ব্যবহার করে থাকি আপনাদের কারও সঙ্গে, বা ব্যক্তিগত আক্রমণ করি তাহলে ক্ষমাপ্রার্থী।”
[আরও পড়ুন: ঘাটালে দেবের পাশে তৃণমূল, সাংসদের সঙ্গে দ্বন্দ্বের জেরে অপসারিত শংকর দলুই]
এদিকে রাজ্যসভা নির্বাচনে নিজেদের প্রার্থিতালিকা ঘোষণা করেছে তৃণমূল। এ বারের তালিকায় স্থান পাননি রাজ্যসভার পুরনো তিন জন সাংসদ। শুধুমাত্র নাদিমুল হককেই আবারও স্থান দেওয়া হয়েছে প্রার্থিতালিকায়। এই নিয়ে তিন বার তিনি তৃণমূলের হয়ে রাজ্যসভায় যাবেন তিনি। অন্য তিন প্রার্থীরা হলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, প্রাক্তন সাংসদ মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর এবং সাংবাদিক সাগরিকা ঘোষ। পুরনোদের মধ্যে রাজ্যসভায় মনোনয়ন পাননি দক্ষিণ ২৪ পরগনা জেলা (সদর) তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী, আবীররঞ্জন বিশ্বাস এবং শান্তনু সেন। এ বারের রাজ্যসভা ভোটে চার আসনে তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত।