সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড তারকাদের অনেকেরই নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। সেই তালিকায় শাহরুখ খান, সলমন খান, অজয় দেবগণ থেকে ফারহান আখতার, প্রিয়াঙ্কা চোপড়া-সহ আরও অনেকেই রয়েছেন। এবার জল্পনা, রণবীর সিংও (Ranveer Singh) নাকি নিজস্ব প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন। বছর খানেক ধরেই তাঁর ফিল্মি কেরিয়ারে ভাটা! বলিউডের বাস্তুতন্ত্রে টিকে থাকতে কি তাই প্রযোজনা সংস্থা খুলছেন এবার রণবীর?
কোভিডকাল থেকেই রণবীর সিংয়ের ফিল্মি কেরিয়ারে খানিক ভাঁটা পড়েছে বললে অত্যুক্তি হয় না! '৮৩', 'সার্কাস', 'জয়েশভাই জোয়ারদার' কোনও ছবিই দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। তেইশে 'রকি অউর রানি' ভালো আয় করলেও 'পাঠান', 'জওয়ান', 'গদর ২' কিংবা 'অ্যানিম্যাল'-এর ব্যবসার ধারকাছেও ছিল না। চব্বিশ সালে রোহিত শেট্টির সিংহম এগেইন-এর ডাকসাইটে কাস্টিংয়ে রণবীর সিং থাকলেও, মুখ্য চরিত্রে থাকা অজয় দেবগণ, করিনা কাপুরই সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিলেন। এদিকে 'ডন ৩'র কাজ নিয়ে কোনও তথ্য নেই! ভারতীয় সুপারহিরো 'শক্তিমান'কে বড়পর্দায় তাঁর নিয়ে আসার পরিকল্পনাও বিশ বাঁও জলে। বিটাউনের প্রতিযোগিতায় টিকে থাকতে কি তাহলে এবার তিনিও প্রযোজনা সংস্থা খুলছেন? জোর জল্পনার মাঝেই মুখ খুলল অভিনেতার টিম।
রণবীর সিংয়ের টিমের তরফে জানানো হয়েছে, "এই খবর সর্বৈব মিথ্যে। একেবারে ভিত্তিহীন খবর। মোটেই অভিনেতার এমন কোনও পরিকল্পনা নেই অদূর ভবিষ্যতে। তিনি বর্তমানে নিজের পরবর্তী প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন।" প্রসঙ্গত, রণবীর বর্তমানে আদিত্য ধরের পরিচালনায় 'ধুরন্ধর' সিনেমার শুটে ব্যস্ত রয়েছেন। যে ছবিতে সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, আর মাধবনদের মতো তাবড় তারকাদের দেখা যাবে। আদিত্যর 'ধুরন্ধর'-এ র এজেন্টের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। যে এক মারাত্মক মিশন নিয়ে পাকিস্তানে যাবে।
