সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত শিল্পপতি রতন টাটা (Ratan Tata)। বুধবার রাতে ব্রিজ ক্যান্ডি হাসপাতালে জীবনাবসান হয় তাঁর। দিন কয়েক ধরে অসুস্থ ছিলেন বর্ষীয়ান এই শিল্পপতি।
সম্প্রতি টাটা গোষ্ঠীর কর্ণধারের অসুস্থতার খবর সামনে আসে। তবে তিনি নিজেই সকলকে আশ্বস্ত করেন। জানান, বার্ধক্যজনিত অসুস্থতার জন্য হাসপাতালে রুটিন চেকআপ করাতে গিয়েছেন।উদ্বেগের কোনও কারণ নেই।কিন্তু এই আশ্বাসবাণী স্থায়ী হল না বেশিদিন। বুধবার অর্থা মহাষষ্ঠীর সন্ধেয় দেশের শিল্প জগতের মহিরুহ পতন ঘটল।
রতন টাটার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এক্স হ্যান্ডেলে টাটা গোষ্ঠীর কর্ণধারের সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন,‘রতন টাটা একজন দূরদর্শী শিল্পপতি ছিলেন। তাঁর মন মমতায় পরিপূর্ণ ছিল। মানুষ হিসেবে অসাধারণ ছিলেন।ভারতের অন্যতম পুরনো এবং অন্যতম সেরা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে শক্তিশালী নেতৃত্ব দিয়েছেন।'
শোকপ্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'আমি শোকস্তব্ধ। ভারতীয় শিল্পের একজন অগ্রণী নেতা ছিলেন। মানুষের জন্য নিজের জীবন উতসর্গ করেছিলেন। তাঁর প্রয়াণে ভারতীয় শিল্পজগত এবং সমাজে অপূরণীয় ক্ষতি হল।'