সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চিরকালই খুনে মেজাজে ধরা দেন বিরাট কোহলি (Virat Kohli)। কোহলিদের একসময়ের হেডস্যর রবি শাস্ত্রী মনে করেন, বিরাটের এই রুদ্র মূর্তি অজিদের জন্য অশুভ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোহলির ব্যাটের দিকেই তাকিয়ে সবাই। আইপিএলে দারুণ ছন্দে ছিলেন কোহলি। পর পর দুটো সেঞ্চুরি হাঁকান তিনি।
গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার মানে ভারত। এবার অবশ্য সম্পূর্ণ অন্য লড়াই। অজিদের একপ্রকার সতর্ক করে দিয়ে শাস্ত্রী বলছেন, ”অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ হলে বিরাট কোহলি অন্যভাবে জেগে ওঠে। অস্ট্রেলিয়া প্রতিপক্ষ হলে ও অনেক আগে থাকতেই নিজেকে অন্যভাবে তৈরি করে। সুতরাং কোহলি যদি একবার খেলতে শুরু করে এবং ২০ রান করে ফেললে আসল মজা শুরু হবে।”
[আরও পড়ুন: ঠিক কী হয়েছিল সেই রাতে? ওড়িশা দুর্ঘটনার আগের মুহূর্ত নিয়ে মুখ খুললেন করমণ্ডলের চালক]
সম্প্রতি বর্ডার-গাভাসকর ট্রফিতে সেঞ্চুরি করে কোহলি শতরানের খরা কাটিয়েছেন। ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে সেঞ্চুরি করেছিলেন কোহলি। তার পরে চলতি বছরে বর্ডার-গাভাসকর ট্রফিতে সেঞ্চুরি পান বিরাট।