shono
Advertisement
Krishnanagar

বড় সাফল্য কৃষ্ণনগর পুলিশের, উদ্ধার লক্ষ লক্ষ টাকার হেরোইন তৈরির কাঁচামাল

ঘটনায় তিনজনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।
Published By: Suhrid DasPosted: 04:57 PM Feb 14, 2025Updated: 05:01 PM Feb 14, 2025

সঞ্জিত ঘোষ, নদিয়া: কিছুদিন আগেই বিপুল পরিমাণে নদিয়ার সীমান্ত এলাকায় নিষিদ্ধ কফ সিরাপ আটক হয়েছিল। এবার উদ্ধার হল বিপুল পরিমাণ হেরোইন তৈরির কাঁচামাল। বুধবার রাতে সেই কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালিয়ে এই হেরোইন তৈরির কাঁচামাল উদ্ধার করে। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

বুধবার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর যায়। তারপরেই কৃষ্ণনগরের জোড়াকুঠির কাছে ১২ নম্বর জাতীয় সড়কে শুরু হয় নাকাচেকিং। একটি ট্রাককে দেখে তদন্তকারীদের সন্দেহ হয়। ওই গাড়িটিকে দাঁড় করিয়ে শুরু হয় তল্লাশি অভিযান। খানিক তল্লাশির পরেই আটটি ড্রাম উদ্ধার হয়। সেগুলি খুলতেই দেখা যায় তরল কিছু নিয়ে যাওয়া হচ্ছে। পরীক্ষা করে জানা যায়, সেগুলি আসলে অ্যাসেটিক অ্যানহাইড্রাইড। আর সেই দেখেই হতবাক হন তদন্তকারীরা।

কারণ, সেগুলি আসলে নিষিদ্ধ মাদক হেরোইন তৈরির কাজে লাগে। এরপরই আটটি ড্রাম-সমেত ওই  ট্রাকটিকে আটক করা হয়। ট্রাকে চালক, খালাসি-সহ তিনজন ছিলেন। তাঁদেরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ট্রাকটি কলকাতা থেকে আসছিল। কৃষ্ণনগরের কোনও জায়গায় সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। ফলে ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

কোতোয়ালি থানার পুলিশের সঙ্গে কৃষ্ণনগর হেড কোয়ার্টারের ডিএসপি শিল্পী পালও অভিযানে ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ড্রাম থেকে মোট ৪৭০ কেজি কাঁচামাল উদ্ধার হয়েছে। সেগুলির আনুমানিক বাজারদর প্রায় আড়াই লক্ষ টাকা। তাহলে কি জেলায় হেরোইন তৈরি হচ্ছে? জেলার মধ্যে নিষিদ্ধ মাদক তৈরির কাজ চলছে? পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কিছুদিন আগেই বিপুল পরিমাণে নদিয়ার সীমান্ত এলাকায় নিষিদ্ধ কফ সিরাপ আটক হয়েছিল।
  • এবার উদ্ধার হল বিপুল পরিমাণ হেরোইন তৈরির কাঁচামাল।
  • কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর যায়।
Advertisement