shono
Advertisement

Breaking News

পথে বিপ্লব! ঢাকায় চালু এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রথম দিনই রেকর্ড টোল আদায়

গত ২৪ ঘণ্টায় ১৮ লক্ষ টাকার বেশি টোল আদায় হয়েছে বলে জানায় সড়ক কর্তৃপক্ষ।
Posted: 12:24 PM Sep 04, 2023Updated: 12:28 PM Sep 04, 2023

সুকুমার সরকার, ঢাকা: এ একেবারে পথ-বিপ্লব! বাংলাদেশের রাজধানী ঢাকায় (Dhaka) চালু হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। গত ২ সেপ্টেম্বর থেকে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। আর তার পরদিন থেকে ২৪ ঘণ্টায় রেকর্ড আয় হয়েছে। রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল পর্যন্ত ১৮ লক্ষ টাকার বেশি টোল (Toll Tax)আদায় হয়েছে বলে জানায় সড়ক কর্তৃপক্ষ। আগামী দিনে এই পথে যান চলাচল ও টোল আদায় আরও বাড়বে, আশা বাংলাদেশ (Bangladesh) সরকারের।

Advertisement

রবিবার ঢাকা বিমানবন্দর থেকে বনানী-মহাখালী-ফার্মগেটের পথে ১২,২৪২টি গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছে। কুড়িল থেকে বনানী-মহাখালী-ফার্মগেটের পথে ২ হাজার ৪২৫টি গাড়ি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দরের পথে ২ হাজার ৮৯২টি গাড়ি এবং তেজগাঁও থেকে মহাখালী-বনানী-কুড়িল-বিমানবন্দরের পথে ৫ হাজার ২৪৬টি গাড়ি চলাচল করেছে এই এক্সপ্রেসওয়েতে (Expressway)। আর তাতেই ১৮ লক্ষ ৫২ হাজার ৮৮০ টাকা টোল আদায় হয়েছে, এই তথ্য জানিয়েছেন সড়ক পরিবহণ দপ্তরের আধিকারিকরা।

[আরও পড়ুন: আত্মহত্যার নাটক সাজিয়ে সেক্সটরশনের নতুন ছক! ফাঁদে পা দিলেই ফাঁকা হচ্ছে অ্যাকাউন্ট]

গত ২ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh PM Sheikh Hasina) সাড়ে ১১ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়েটির উদ্বোধন করেন। প্রথম টোল দিয়ে এখান দিয়ে তাঁর গাড়ি পারাপার করে। তারপর তা খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। এই সাড়ে ১১ কিলোমিটার রাস্তা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ১২ মিনিট সময় লাগবে। এই এক্সপ্রেসওয়েটি নির্মিত হয়েছে পিপিপি (PP) মডেলে।

[আরও পড়ুন: তাঁর কণ্ঠেই চন্দ্রযানের সফল অবতরণের সাক্ষী ছিল ভারত, প্রয়াত ইসরোর সেই বিজ্ঞানী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement