সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিলাসবহুল হোটেলের ঘরে একসঙ্গে। দেরি কি আর তর সয়! কার্যত দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়েই উদ্দাম যৌনতায় মাতেন যুগল। কাচের জানলায় পর্দা টানতে ভুলে যান তাঁরা। একে তো শিৎকার, তার উপর আবার জানলার দিকে চোখ পড়লেই দেখা যাচ্ছে অন্তরঙ্গ মুহূর্ত। দু'য়ের টানে রাস্তায় থিকথিকে ভিড়। যানজটও হয়। রাজস্থানের জয়পুরের এই ঘটনা এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।
ঘটনাটি গত ১৭ জুনের। ঘড়ির কাঁটায় তখন রাত ১০টা। জয়পুরের বিলাসবহুল হোটেলের ঘরে তখন প্রেমের জোয়ার। ঘরের কাচের জানলার কাছে উদ্দাম যৌনতায় মাতেন যুগল। পর্দা টানতে ভুলে গিয়েছিলেন তাঁরা। তাই পথচারীদের নজর এড়ায়নি কিছুই। কেউ কেউ দাঁড়িয়ে দেখতে শুরু করেন কী করছেন ওই যুগল। আবার কেউ কেউ একধাপ এগিয়ে ঘটনাটির ভিডিও করতে শুরু করেন। তার ফলে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। সমস্যায় পড়েন অন্যান্য পথচারীরা। ওই যুগলের নাম, পরিচয় কিছুই জানা যায়নি। এই ঘটনা মুখে কুলুপ ওই বিলাসবহুল হোটেল কর্তৃপক্ষেরও।
জয়পুরের হোটেলে যুগলের উদ্দাম যৌনতা
এই ঘটনার ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। নেটদুনিয়ায় চলছে এই ভিডিও নিয়ে জোর আলোচনা। কেউ কেউ ওই যুগলকে একহাত নিয়েছেন। বলছেন, "উদ্দাম যৌনতায় মাতার আগে জানলার পর্দা টানা উচিত ছিল।" তবে কেউ কেউ যুগলের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের মতে, যুগল একঘরে রয়েছেন তাঁরা একে অপরের কাছে আসবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু যারা এই ভিডিও করেছেন এবং সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন, তারা মোটেও ভালো কাজ করেননি। কারণ, কারও ব্যক্তিগত মুহূর্তের ছবি কিংবা ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া অনুচিত। কেউ কেউ আবার যারা অবিবেচকের মতো ভিডিও ভাইরাল করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব।
