সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেন চলছে নিজের ছন্দে। তার ভিতরে কামরার মধ্যেই যৌনতায় মত্ত যুগল! সোশাল মিডিয়ায় ভিডিওগুলি ভাইরাল হতেই নড়েচড়ে বসল প্রশাসন। দায়ের হল এফআইআর। জানা গিয়েছে, ট্রেনটি দিল্লি থেকে মীরাটে যাচ্ছিল।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, ওই দুই পড়ুয়া ও রেলকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনাটি একমাসের পুরনো হলেও পদক্ষেপ করা হয়েছে গত সোমবার। ইতিমধ্যেই চাকরি চলে গিয়েছে অভিযুক্ত কর্মীর। পুলিশের দাবি, দুই পড়ুয়া মীরাটের ভিন্ন কলেজে পড়ত। ছাত্রীটি বিসিএ পড়ুয়া। ছাত্রটি বি টেক অর্থাৎ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। দুই শিক্ষা প্রতিষ্ঠানেই নোটিস পাঠিয়ে অভিযুক্তদের সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।
গত ২৪ নভেম্বর ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে। ট্রেনের সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ে। দেখা যায় নানা যৌন ক্রিয়ার পাশাপাশি সঙ্গমেও লিপ্ত হয়েছে যুগল। অন্য যাত্রীরা কামরায় থাকলেও তাঁরা কোনও প্রতিবাদ করেননি বলেই দাবি। গোটা ঘটনাটি মোবাইলের লেন্সবন্দি করেন ঋষভ নামের এক রেলকর্মী। তিনিই ভিডিওগুলি সোশাল মিডিয়ায় ছড়িয়েছেন বলে অভিযোগ। ৩ ডিসেম্বরই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
গাজিয়াবাদের অতিরিক্ত পুলিশ কমিশনার অলোক প্রিয়দর্শী বলেছেন, ট্রেন কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান যে, পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এনসিআরটিসি-র তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধ করতে নমো ভারত পরিষেবাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। তিনি নিশ্চিত করেছেন যে, ভিডিওটি ছড়ানোর ঘটনায় অভিযুক্ত কর্মীকে শনাক্ত করা হয়েছে। এবং তাঁকে বরখাস্ত করা হয়েছে।
