shono
Advertisement
Dog

পোষ্যকে জড়িয়ে ধরে আদর করেন? জেনে নেন এর উপকারিতা

আপনার আদর নিমেষে মন ভালো করে দেয় ওদের।
Published By: Tiyasha SarkarPosted: 04:43 PM Oct 10, 2025Updated: 04:43 PM Oct 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোষ্যের সঙ্গে সময় কাটাতে কে না ভালোবাসে! একটু আদর, খুনসুটি উধাও করে দেয় সারাদিনের ক্লান্তি। জানেন কি পোষ্য সারমেয়কে জড়িয়ে ধরে আদর ওদের জন্য কতটা উপকারিতা? চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলিই।

Advertisement

১. ওরা বলতে পারে না ঠিকই, তবে ভালোবাসা অনুভব করতে পারে ভীষণরকমভাবে। জড়িয়ে ধরলে ওরা বুঝতে পারে যে ওরা আপনার কাছে গুরুত্বপূর্ণ। এভাবেই দু'জনের মধ্যে দৃঢ় হয় বিশ্বাস। মন ভালো থাকে পোষ্যের। ভালো করে ঘুমোয়, সুস্থ থাকে শরীর।

২. যতবার আপনি প্রিয় পোষ্যকে জড়িয়ে ধরেন, ততবার, আরও বেশি করে আপনার প্রতি আসক্ত হয়ে পড়ে ওরা। নিজেকে সুরক্ষিত মনে করে। আসলে আপনার স্পর্শকে ওরা বিশ্বাস করে। যদি আপনি পোষ্যকে ট্রেনিং দিতে চান, সেক্ষেত্রেও এই বন্ধন অত্যন্ত প্রয়োজন।

৩. ভয়-উৎকণ্ঠা কি শুধু মানুষের জন্যই? উত্তর না! চারপেয়েরাও ভয় পায়, উৎকণ্ঠা গ্রাস করে ওদেরও। ধরুন উৎসবের দিনগুলোতে যখন বাজির শব্দ হয়, অথবা বাজ পড়ার শব্দ, এরকম ধরনের আওয়াজে ওরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। নিজেদের অসুরক্ষিত ভাবে। আপনি জড়িয়ে ধরলে ওরা বোঝে যে নিশ্চিত আশ্রয়ে রয়েছে। 

৪. জড়িয়ে ধরা মানে একটা প্রতিশ্রুতি। জড়িয়ে ধরা মানে বোঝানো যে, সে আপনার কাছে কুকুর নয়, সন্তানসম স্নেহের। দ্রুত ছুটতে থাকা এই দুনিয়াকে কয়েকমুহূর্তের জন্য হলেও শান্ত করে দেয় এই জড়িয়ে ধরা। ওরা বোঝে, এই স্বার্থের দুনিয়ায় আপনি আছে ওর জন্য। একইভাবে ওদের আদর করলে মন ভালো হয় মালিকেরও। দূর হয়ে যায় যাবতীয় ক্লান্তি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওরা বলতে পারে না ঠিকই, তবে ভালোবাসা অনুভব করতে পারে ভীষণরকমভাবে। জড়িয়ে ধরলে ওরা বুঝতে পারে যে ওরা আপনার কাছে গুরুত্বপূর্ণ। এভাবেই দু'জনের মধ্যে দৃঢ় হয় বিশ্বাস।
  • যতবার আপনি প্রিয় পোষ্যকে জড়িয়ে ধরেন, ততবার, আরও বেশি করে আপনার প্রতি আসক্ত হয়ে পড়ে সে। নিজেকে সুরক্ষিত মনে করে।
Advertisement