shono
Advertisement
Break Up Tips

বিচ্ছেদের যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে? মনকে ভালো রাখুন এই উপায়ে

মনে রাখবেন, প্রেমের মতোই বিচ্ছেদও জীবনের অংশ।
Published By: Tiyasha SarkarPosted: 05:39 PM Jul 29, 2025Updated: 05:39 PM Jul 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের মতোই বিচ্ছেদও জীবনের অংশ। খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু অনেকেই তা সামলাতে পারেন না। ঘুরে ফিরে মনে ঘোরে প্রাক্তনের সঙ্গে কাটানো মুহূর্ত। বারবার প্রশ্ন জাগে, কেন আমার সঙ্গেই এমনটা হল। যা বাড়ায় মানসিক চাপ। আসুন আজ জেনে নেওয়া যাক বিচ্ছেদের যন্ত্রণা সামলানোর উপায়।

Advertisement

১. বিচ্ছেদ হয়েছে, আপনি প্রাক্তনের জন্য কষ্ট পাচ্ছেন, এটা মেনে নিন। যতক্ষণ না নিজের অনুভূতিটা মেনে নেবেন, ততক্ষণ কোনওভাবেই যন্ত্রণা প্রশমন সম্ভব নয়। বাস্তবটা মেনে নিন। দেখবেন, তাতেই সমস্যা সমাধান অনেক সহজ হবে।

২. বিচ্ছেদের সঙ্গে সঙ্গে বদলে যায় জীবনের রুটিন। স্বাভাবিকভাবেই নতুন করে নিজের জীবন সাজিয়ে তোলা খানিতটা সমস্য়ার হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে নিজেকে ভালোবাসুন। মনে রাখবেন একমাত্র আপনিই পারেন, আপনাকে ১০০ শতাংশ নির্স্বার্থভাবে ভালোবাসতে। জানবেন, নিজেকে ভালো না বাসলে অন্যকে ভালোবাসাও সম্ভব নয়।

৩. নিজের অনুভূতিটা শেয়ার করুন। প্রয়োজনে কাঁদুন। গান শুনুন, গল্পের বই পড়ুন। বাস্তবের সঙ্গে নিজেকে অভ্যস্ত করুন।

৪.  প্রাক্তন সঙ্গীর উপর রাগ রাখবেন না। বিচ্ছেদ হতেই পারে। এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। কারণ যাই হোক না কেন, রাগ-অভিমান ভুলে এগিয়ে যান। মনে রাখবেন, সময় সব ক্ষত সারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।

৫. নিজেকে স্বাভাবিক জীবনে ফেরানোর একটা পথ হতে পারে যোগব্যয়াম। সূর্য প্রণাম, অঞ্জলি মুদ্রার মতো যোগাভ্যাস করতে পারেন।

৬. মানসিক অস্থিরতা কমাতে প্রকৃতির মাঝে মিশে যান। টুক করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন। খোলা আকাশের নিচে নিশ্বাস নিন। দেখবেন, প্রকৃতি নিমেষেই মন ভালো করে দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রাক্তন সঙ্গীর উপর রাগ রাখবেন না। বিচ্ছেদ হতেই পারে। এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়।
  • নিজের অনুভূতিটা শেয়ার করুন। প্রয়োজনে কাঁদুন। গান শুনুন, গল্পের বই পড়ুন। বাস্তবের সঙ্গে নিজেকে অভ্যস্ত করুন।
Advertisement