shono
Advertisement

পার্টনার খুঁজতে চুপিসারে নাম লিখিয়েছেন ডেটিং অ্যাপে? এই ভুলগুলো করলেই কেলেঙ্কারি!

আপনিও এই ভুল করেন না তো?
Published By: Tiyasha SarkarPosted: 05:28 PM Jan 06, 2026Updated: 05:28 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযু্ক্তি নির্ভরতা বাড়ার সঙ্গে সঙ্গে বদলেছে প্রেমের ধরন। একঝলক দেখেই এখন আর কেউ প্রেমে পড়েন না। ডেটিং অ্যাপ-সোশাল মিডিয়ার প্রোফাইল ঘেঁটে হিসেব-নিকেশ করেই জড়ায় সম্পর্কে। তা সত্ত্বেও সঙ্গী বাছতে ভুল করেন অনেকেই। তাই সঙ্গী খুঁজতে ডেটিং অ্যাপে নজর রাখার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। পরিষ্কার করে জানা দরকার যে কী করবেন আর কোনটা করা যাবে না। অন্যথায় ঘটতে পারে বিপদ!

Advertisement

কী করবেন না

১. ডেটিং অ্যাপের ছবি-প্রোফাইল দেখে মনে ধরেছে। আলাপও হয়েছে। নিয়মিত দীর্ঘ সময় কথা বললেও শুরুতেই ভুলেও গোপন কথা ফাঁস করবেন না। পরবর্তীতে তা নিয়ে আফশোস করতে হতে পারে।

২. পরিচয় হওয়া মাত্রই কৌতুহলবশত পছন্দের মানুষের সোশাল মিডিয়া প্রোফাইলে নজর রাখা খুব স্বাভাবিক। কিন্তু সেখানে থাকা কোনও ছবি নিয়ে যদি প্রশ্ন জাগে তাকে আমল দেবেন না। অতিরিক্ত প্রশ্নের জালে জর্জরিত করবেন না উলটো দিকের মানুষটাকে। তাতে হিতে বিপরীত হতে পারে।

৩. যদি অতি দ্রুত ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করে উলটো দিকের মানুষটা, মজার ছলে অপমান করে বা ইচ্ছে করে এড়িয়ে যায় তাহলে ভুলেও তা মেনে নেবেন না। সঙ্গে সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করুন। প্রয়োজনে সরাসরি সবটা জানিয়েই দূরত্ব তৈরি করুন।

কী করবেন

১. সারাজীবনের সঙ্গী খুঁজছেন নাকি স্রেফ সময় কাটাতেই ডেটিং অ্যাপে, তা নিজের কাছে পরিষ্কার হওয়া খুব জরুরি। যার সঙ্গে কথা বলছেন তাঁর কাছেও বিষয়টা স্পষ্ট হওয়া প্রয়োজন। তাহলে অযথা সময় নষ্ট হয় না। তাই কারও সঙ্গে আলাপ হলে চেষ্টা করবেন আগেই বিষয়টা জেনে নেওয়ার।

২. প্রোফাইল সুন্দর বা আকর্ষণীয় করার চেয়ে সৎ থাকা বেশি প্রয়োজন। তাই অন্যকে আকৃষ্ট করতে ভুয়ো তথ্য দেবেন না।

৩. দু'জনের আগ্রহ যদি মিলে যায় তা কথা এগোনোর জন্য আদর্শ। তাই পরিচয়ের পর পছন্দের বই, গায়ক, সিনেমা-সিরিজ নিয়ে কথা এগোতে পারেন। তাহলেই বন্ধুত্বও গাঢ় হবে সহজে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডেটিং অ্যাপের ছবি-প্রোফাইল দেখে মনে ধরেছে। আলাপও হয়েছে। নিয়মিত দীর্ঘ সময় কথা বললেও শুরুতেই ভুলেও গোপন কথা ফাঁস করবেন না। পরবর্তীতে তা নিয়ে আফশোস করতে হতে পারে।
  • প্রোফাইল সুন্দর বা আকর্ষণীয় করার চেয়ে সৎ থাকা বেশি প্রয়োজন। তাই অন্যকে আকৃষ্ট করতে ভুয়ো তথ্য দেবেন না।
Advertisement