shono
Advertisement
Child Depression

মানসিক চাপে ভোগে আপনার খুদে সন্তানও! জেনে নিন কীভাবে বুঝবেন

ঠিক কী কারণে শিশুরা মানসিক চাপে ভোগে?
Published By: Sayani SenPosted: 05:19 PM Oct 10, 2025Updated: 05:19 PM Oct 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিস, বাড়ির হাজারও কাজের চাপ। আর তা সামলাতে গিয়ে মানসিক চাপ তৈরি হয় প্রাপ্তবয়স্কদের। জানেন কি বড়দের মতো বাড়ির শিশুরাও ভোগে মানসিক চাপে। তার ফলে তারা খিটখিটে হয়ে যায়। শান্তও হয়ে যায় কেউ কেউ। তাই শিশুর শরীরের পাশাপাশি মনের যত্ন নেওয়াও আপনার দায়িত্ব।

Advertisement

চলুন প্রথমেই জেনে নেওয়া যাক ঠিক কী কারণে শিশুরা মানসিক চাপে ভোগে। বিশেষজ্ঞদের মতে এর নেপথ্যে একাধিক কারণ রয়েছে।

* অত্যধিক স্মার্টফোনের ব্যবহারের ফলে বহু শিশু মানসিক অবসাদে ভোগে।
* সোশাল মিডিয়ায় আনাগোনার সময়েও অনেক সময় মানসিক অবসাদ তৈরি হয়। আর তা থেকে চাপ অনুভব করে তারা।
* পরিবারের লোকজনেদের দেওয়া অতিরিক্ত পড়াশোনার চাপে এই সমস্যা হতে পারে।
* বাড়ির খুদেকে সব কিছুতে প্রথম হওয়ার চাপ দেন বহু অভিভাবক। তার ফলে মানসিক অস্থিরতা তৈরি হয় খুদেদের।
* বাবা-মায়ের দাম্পত্য সম্পর্কে জটিলতা থাকলেও, অনেক সময় খুদেরা মানসিক চাপে ভোগে।
* বয়ঃসন্ধির সময় প্রেমে প্রত্যাখ্যাত হয়ে অনেকে মানসিক চাপে ভোগে।

কীভাবে বুঝবেন আপনার খুদে সন্তান মানসিক চাপে ভুগছে?
* মানসিক চাপে থাকা খুদেরা জেদি হয়ে যায়।
* কেউ কেউ কথায় কথায় কান্নাকাটি করে।
* অনেকে আবার খাওয়াদাওয়া কমিয়ে দেয়। খাওয়াদাওয়া বন্ধও করে দেয় কেউ কেউ।
* কারও সঙ্গে খুদে খেলা করতে কিংবা কথা বলতে না চাইলে সতর্ক হোন।

তাই আজই সতর্ক হোন। আপনার সন্তানের শারীরিক সম্পর্কের যেমন খেয়াল রাখেন আপনি, ঠিক তেমনই তার মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিন। নইলে ভবিষ্যতে সমস্যা তৈরি হতে পারে আপনার সন্তানেরই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অফিস, বাড়ির হাজারও কাজের চাপ। আর তা সামলাতে গিয়ে মানসিক চাপ তৈরি হয় প্রাপ্তবয়স্কদের।
  • বড়দের মতো বাড়ির শিশুরাও ভোগে মানসিক চাপে।
  • তার ফলে তারা খিটখিটে হয়ে যায়। শান্তও হয়ে যায় কেউ কেউ।
Advertisement