shono
Advertisement
Saraswati Puja

সরস্বতী পুজোর সকালে এভাবে সাজান নিজেকে, পছন্দের নারী প্রেমে পড়তে বাধ্য!

বাঙালির কাছে সরস্বতী পুজো মানেই প্রেমদিবস। যাকে স্কুল-টিউশনে যাওয়া-আসার পর একনজর দেখার জন্য অপেক্ষা করতে হয়, এইদিনটায় বেশ কয়েকঘণ্টা মন ভরে তাঁকে দেখার সুযোগ মেলে। তাও আবার অন্য বেশে। ছেলেবেলায় এই একটা দিনই তো পছন্দের নারীকে শাড়িতে দেখার সুযোগ মেলে!
Published By: Tiyasha SarkarPosted: 09:21 PM Jan 19, 2026Updated: 09:21 PM Jan 19, 2026

বাঙালির কাছে সরস্বতী পুজো মানেই প্রেমদিবস। যাকে স্কুল-টিউশনে যাওয়া-আসার পর একনজর দেখার জন্য অপেক্ষা করতে হয়, এইদিনটায় বেশ কয়েকঘণ্টা মন ভরে তাঁকে দেখার সুযোগ মেলে। তাও আবার অন্য বেশে। ছেলেবেলায় এই একটা দিনই তো পছন্দের নারীকে শাড়িতে দেখার সুযোগ মেলে! এদিনেও কেউ কেউ শুধু চোখের দেখায় তৃপ্ত হয়। কেউ আবার সাহস সঞ্চয় করে সটান বলে বসে মনের কথা। কত ভালোলাগা প্রেমে বদলে যায় এই সরস্বতী পুজোর দিনেই। আবার বিপরীত ঘটনার সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু জানেন কি নিজেকে সঠিকভাবে সাজিয়ে তুললে প্রত্যাখ্যাত হওয়ার চান্সই থাকে না, পছন্দের নারী প্রেমে পড়তে বাধ্য হয়! নিশ্চয়ই ভাবছেন কীভাবে? সরস্বতী পুজোর আগেই রইল পছন্দের রমণীর মন জিতে নেওয়ার টিপস। 

Advertisement

১. সরস্বতী পুজো অর্থাৎ বাঙালির প্রেমদিবস আবার পাঞ্জাবি ছাড়া হয় না কি। ভুলেও শার্ট-প্য়ান্টে সাজবেন না। সকালে বাসন্তী বা হলুদ রঙের পাঞ্জাবিতে পরবেন। চেষ্টা করবেন অন্য রং এড়িয়ে যাওয়ার। পাঞ্জাবির সঙ্গে পায়জামা মাস্ট। ভুলেও জিন্স পরতে যাবেন না। স্টাইলের জন্য নিতে পারেন শাল। সানগ্লাস পরতে পারেন। তবে অবশ্যই তা পাঞ্জাবির সঙ্গে মানানসই হতে হবে। জুতোর দিকেও নজর দিতে হবে। অবশ্যই চপ্পল স্টাইলের জুতো পরবেন। ভুলেও পা ঢাকা কিছু পরবেন না। শীত বলে আবার মোজা পরে বসবেন না যেন! 

২. সুগন্ধীর ছাতছানি এড়ানো বড্ড কঠিন। মনে রাখবেন প্রেমে পারফিউমের ভূমিকা অনস্বীকার্য।  বিচ্ছেদের বহু বছর পরও স্রেফ চেনা পারফিউমের গন্ধ মুহূর্তে টাটকা করে তোলে প্রাক্তনের স্মৃতি। তাই সরস্বতী পুজোর দিন সুগন্ধি বাছাইয়ের ক্ষেত্রে সর্তক হোন। খুব উগ্রের গন্ধের কোনও পারফিউম ব্যবহার করবেন না ভুলেও। মনে রাখবেন, আপনি সরস্বতী পুজোর জন্য সাজছেন, বিয়ে বাড়ির জন্য নয়।    

৩. কনফিডেন্ট হওয়া ভালো, তবে তা যেন সামী না পেরোয়। ক্রাশকে ইমপ্রেস করতে এমন আচরণ করবেন না যাতে সে আঘাত পায়। মনে রাখবেন, সঙ্গী হিসেবে শান্ত, ম্যাচুউর কাউকেই পছন্দ করে মেয়েরা। চোখের ভাষায় মনের কথা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন।  

৪. এই দিনে ভুলেও কোনও নেশা নয়। যাদের সিগারেট খাওয়ার প্রবণতা আছে, তারা চেষ্টা করুন এড়িয়ে যাওয়ার। পছন্দের মানুষটার যদি তামাকজাত দ্রব্যের গন্ধে অস্বস্তি বোধ হয়ে তাহলে কিন্তু প্রস্তাব দেওয়ার আগেই বিচ্ছেদ অনিবার্য। তাউ কেউ যদি সিগারেট খেয়েও ফেলেন অবশ্যই মাউথ ফ্রেশনার ব্যবহার করুন। আর কিছু না ভেবেই খোলা খাতার মতো মনের কথা তুলে ধরুন তাঁর সামনে, দেখবেন সে আপনাকে ফেরাতেই পারবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement