সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজো হোক কিংবা দীপাবলি, বিয়ের পর কোনও উৎসব-অনুষ্ঠান মানেই জীবনসঙ্গীর সঙ্গে হাতে হাত মিলিয়ে আনন্দ ভাগ করে নেওয়া। উৎসবের দিনে মান-অভিমান দূরে সরিয়ে রাখুন। বরং এই কাজগুলি করলেই দাম্পত্য হবে জমে ক্ষীর। কী করবেন? ঝটপট জেনে নিন টিপস।
** নিজেদের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে আপনার সাধ্যের মধ্যেই দীপাবলির জন্য শপিং করুন। প্রিয়জনদের কাকে কী উপহার পাঠাবেন, একটা তালিকা তৈরি করে ফেলুন। আর তারপর বাজেট বুঝে শপিং করে ফেলুন। মিষ্টি, ড্রাই ফ্রুটস কিংবা পোশাক যা আপনার পছন্দের তাই কিনুন।
** উৎসব মানেই বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, কিন্তু নিজের সঙ্গীকে অবহেলা করে নয়! তাই যে কোনও পরিকল্পনা করুন দু'জনের শিডিউল বুঝে। পারিবারিক আড্ডা হোক কিংবা বন্ধুদের সঙ্গে গেট টুগেদার। হাতে হাত ধরে উপহার নিয়ে পৌঁছে যান গন্তব্যে।
** উপহার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। জীবনসঙ্গীর জন্য দিওয়ালি উপলক্ষে নিশ্চয়ই কিছু কিনবেন। বিয়ের পর প্রথম দিওয়ালিতে অন্তত পরস্পরের থেকে এমন আশা করাই যায়। তাতে উৎসবের রং যে দ্বিগুণ হয়ে উঠবে, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।
** ঘর সাজান বিভিন্ন রঙের মোমবাতিতে। বর্তমানে বাজার চলতি বিভিন্ন রঙের বিভিন্ন আকৃতির সুগন্ধী মোম পাওয়া যায়। দীপাবলি উপলক্ষে ঘরের ভোলবদলে ফেলুন আলোয় আলোয়। দেখবেন আলো-আঁধারিতে রোম্যান্টিসিজম আরও দ্বিগুণ হয়ে যাবে।
** রান্না করতে ভালোবাসলে সঙ্গীর প্রিয় কোনও খাবার বা মিষ্টি বানিয়ে সারপ্রাইজ দিন। সঙ্গে একটা ভালোবাসার চিরকূট থাকুক। ছোট ছোট এই জিনিসগুলি দামি কোনও উপহারকেও হার মানাবে।
** সঙ্গীকে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনারের কথা ভাবতেই পারেন। কিংবা বাড়িতেই বন্ধুবান্ধব, পরিবারের লোকজনকে নিমন্ত্রণ জানিয়ে ছোটখাট একটি পার্টির আয়োজন করতে পারেন। আলোর রোশনাইয়ে বাড়িকে সাজিয়ে তুলুন। আর সেখানেই গল্প-আড্ডায় জমে উঠুক দিওয়ালির সন্ধ্যাটা।
