shono
Advertisement
Lifestyle News

অজান্তে আপনাকে পিছিয়ে দিচ্ছে আপনারই কয়েকটি অভ্যাস! পালটে ফেলুন আজই

সতর্ক হন এখনই।
Published By: Tiyasha SarkarPosted: 05:37 PM Oct 05, 2025Updated: 05:37 PM Oct 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে, মানুষ অভ্যাসের দাস। স্রেফ অভ্যাসবশত প্রতিদিন কতকিছুই না করতে হয়। কিন্তু অভ্যাস যে ভালোই হবে, তা কিন্তু নয়। কুঅভ্যাসও থাকে অনেক। আবার অনেকে প্রতিনিয়ত এমন কিছু করেন, যা সেঅর্থে হয়তো খারাপ নয়, তবে তা খুব একটা ভালোও নয়। বিশেষজ্ঞদের দাবি, এমন কিছু অভ্যাস মানুষের থাকে, যা নিজের জন্যই ক্ষতিকর। জীবন মানেই তো এগিয়ে চলা, কিন্তু এই স্বভাব উলটে পিছিয়ে দেয়। চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলি কী কী।

Advertisement

১. অনেকেই আছে কোনও কিছুতেই না বলতে পারেন না। বন্ধুবান্ধব হোক, সহকর্মী বা আত্মীয়, কোনও বিষয়েই চাইলেও মুখের উপর না বলতে পারেন না। অনিচ্ছাসত্ত্বেও উলটোদিকের মানুষটার যে কোনও কথায় তাঁরা 'হ্যাঁ' বলেন। এই অভ্যাস অত্যন্ত খারাপ। নিজের মনের বিরুদ্ধে গিয়ে সকলের সঙ্গে তাল মিলিয়ে চলতে চেয়ে আদতে নিজেকে সকলের কাছে 'অ্যাভেলেবল' করে ফেলেন। এখনই বদলান এই স্বভাব। ইচ্ছে না হলে না বলতে শিখুন।

২. স্রেফ সমস্যা এড়িয়ে যেতে অনেকেই সবরকম পরিস্থিতিতে ক্ষমা চেয়ে নেন। ভুল করলে তা স্বীকার করে নেওয়া যেমন গুণ। তেমনই অন্যায় না করে তার দায় নিজের কাঁধে নেওয়া অন্যায়। ভুলেও একাজ করবেন না।

৩. সকলের কাছে নিজের কাজের ব্যাখ্যা দেন? এখনই এই অভ্যাস বদলান। প্রত্যেকের কাছে আপনার কাজ, সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে আপনি বাধ্য নন।

৪. যারা আপনাকে চায় না, তাঁদের কাছে গুরুত্ব পাওয়ার চেষ্টা করবেন না। যে বা যারা আপনাকে বারবার বুঝিয়ে দেন আপনার গুরুত্ব নেই, প্রয়োজন নেই, তাঁদের থেকে নিজেকে সরিয়ে নিন। নিজেকে ভালোবাসুন।

৫. অন্যকে দেওয়া কথা রাখতে অনেক দূর যেতে পারেন, কিন্তু নিজেকে দেওয়া কথা রাখেন কি? নিজে নিজের আস্থা অর্জন করুন। নিজেকে দেওয়া কথা রাখুন, লক্ষ্যের দিকে এগিয়ে যান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অজান্তে আপনাকে পিছিয়ে দিচ্ছে আপনারই কয়েকটি অভ্যাস!
  • স্রেফ সমস্যা এড়িয়ে যেতে অনেকেই সবরকম পরিস্থিতিতে ক্ষমা চেয়ে নেন। ভুল করলে তা স্বীকার করে নেওয়া যেমন গুণ। তেমনই অন্যায় না করে তার দায় নিজের কাঁধে নেওয়া অন্যায়। ভুলেও একাজ করবেন না।
  • সকলের কাছে নিজের কাজের ব্যাখ্যা দেন? এখনই এই অভ্যাস বদলান। প্রত্যেকের কাছে আপনার কাজ, সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে আপনি বাধ্য নন।
Advertisement