সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবিগুরু লিখেছিলেন, 'ভালো-মন্দ যাহাই আসুক, সত্যরে লও সহজে।' কিন্তু বাস্তবে সত্যকে মেনে নেওয়া সবসময় সহজ হয় না। তাই অনেক ক্ষেত্রেই পরিস্থিতি বিবেচনা করে মিথ্যের আশ্রয় নিতে হয়। কিন্তু সকলে সর্বদা কি সত্যিই বাধ্য হয়ে মিথ্যের জালে জড়ান? উত্তর হল, না। অনেকেই স্রেফ অকারণে, বিনা প্রয়োজনেই মিথ্যে দিয়ে সাম্রাজ্য গড়ে ফেলেন! আসুন জেনে নেওয়া যাক, কীভাবে চিনবেন এদের।
১. জীবনে চলার পথে বহু মানুষের সঙ্গে আমাদের দেখা হয়। অনেকেই নিজেদের আমাদের শুভাকাঙ্খী বলে দাবি করেন। কিন্তু সবসময় বা সবার ক্ষেত্রে তা সত্যি হয় না। তাই নজর দিন উলটো দিকের মানুষটার শরীরী ভাষায়। হাবভাব ভালো করে দেখলেই বুঝতে পারবেন কতটা সত্যি বলছেন তিনি।
২. মনে রাখবেন, চোখ মনের আয়না। চোখই ধরিয়ে দেয় সত্যি মিথ্যের ফারাক। মুখের হাসির ঝলক যদি চোখে ধরা না পড়ে, বুঝবেন মিথ্যে দিয়ে খুশি করা হচ্ছে আপনাকে।
৩. চোখে চোখ রেখে কথা বললে বিশ্বাস, সততা প্রমাণিত হয়। কিন্তু জানেন চোখে চোখ মিলিয়েও লোকে মিথ্য়ে বলে? হ্যাঁ, এটাই সত্যি। যদি কেউ প্রয়োজনের বেশি চোখে চোখ রাখেন নিজেকে প্রমাণে, বুঝবেন মিথ্যে বলছে। মিথ্যে দিয়ে আপনাকে প্রভাবিত করতে চাইছে। আবার কেউ যদি 'আই কন্টাক্ট' এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলেও বুঝে নেবেন সমস্যা রয়েছে।
৪. ধরুন কেউ মুখ বলছেন, তিনি আপনার সাফল্যে খুব খুশি। কিন্তু মুখের ভঙ্গি বলে দিচ্ছে একথা মনের কথা নয়। বুঝে যাবেন, মিথ্যে বলছেন প্রিয় মানুষটা। মাথায় রাখবে, সত্যিকারের আবেগ চোখ-মুখে ধরা দেয়। যেমন দুঃসংবাদ নিমেষে বদলে দেয় মুখের ভঙ্গি।
৫. অহেতুক কেউ আপনার সঙ্গে অতিরিক্ত ভালো ব্যবহার করছে? কিন্তু আচরণে বোঝা যাচ্ছে, পিছনে কোনও কারণ আছে। তাহলে আগেভাগেই সাবধান হয়ে যান।
৬. আপনার কথা বলার ধরণ, হাঁটাচলা সবটা কেউ নকল করছে? মনে রাখবেন 'নকল বন্ধু'রা আপনাকে প্রভাবিত করতে, আপনার বিশ্বাস অর্জন করতে এসব করছেন। এতে গলে যাবেন না। জানবেন, কিছুটা একটা পরিকল্পনা করেই এই পদক্ষেপ করছে সে।
