shono
Advertisement
Lifestyle News

পুজোর পর সন্তানকে পড়তে বসাতে নাজেহাল? মাথায় রাখুন এই টিপসগুলি

সন্তানকে ফের আগের মতোই পড়তে বসার নিয়মে বাঁধতে মা-বাবারা মেনে চলুন এই কটি টিপস।
Published By: Arani BhattacharyaPosted: 04:41 PM Oct 04, 2025Updated: 04:41 PM Oct 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোয় দেদার মজা, হুল্লোড়, নতুন জামার গন্ধ, অন্তত পাঁচ দিনের জন্য খুদেদের পড়াশোনা, বইপত্র থেকে দূরে থাকার এ যেন এক মোক্ষম সুযোগ। স্কুল, টিউশন কিছুই থাকে না যে এই সময়। আর তাই নিয়ম করে পড়তে বসাতেও ছেদ পড়ে। যার জেরে পুজো শেষেও পড়তে মন বসে না খুদেদের। সন্তানকে ফের আগের মতোই পড়তে বসার নিয়মে বাঁধতে মা-বাবারা মেনে চলুন এই কটি টিপস।

Advertisement

প্রথমেই আপনার সন্তানকে আগের মতোই পুরোদমে পড়তে বসার জন্য জোর করবেন না। একটু একটু করে তাকে পড়াশোনায় ফেরানোর অভ্যাস করান। তার পছন্দের বিষয়টিই প্রথমে পড়ানোর চেষ্টা করুন।

পুজোর সময় শরীর ও মন এক্কেবারে অন্যভাবে এই কদিন চলতে থাকে। তাতে সঠিক খাওয়াদাওয়ার কোনও নিয়ম থাকে না। একইসঙ্গে থাকে না সঠিক খাবার খাওয়ার মত বিষয়ও। তাই একটু একটু করে তাকে পুরনো ছন্দে ফেরাতে হলে সবটাই আগের মতো করতে হবে। যাতে আপনার সন্তান মানসিকভাবে প্রস্তুত হয় তার পড়াশোনার আগের অভ্যাসে ফিরতে।

পুজোর পর সন্তানের বইয়ের ব্যাগ বা পড়ার টেবিল তাকেই গুছিয়ে রাখতে বলুন একটু একটু করে। তাতে সে ধীরে ধীরে বইখাতার সঙ্গে ঘুচে যাওয়া সম্পর্কে ফের ফেরত আসবে।

এইসময় অনেক বাচ্চাই স্কুল বন্ধ থাকার ফলে বন্ধুদের সঙ্গে দেখা না হওয়ায় মনখারাপ করে থাকে। স্কুল যেতে না ভালবাসলেও এই সময় কিন্তু বন্ধুদের টানে অনেকেই স্কুলে ফিরে যেতে চায়। এই বিষয় মাথায় রাখুন অবশ্যই। তাদের এই পছন্দের বিষয়গুলিই তাদের ফের স্কুলে যাওয়ার আগ্রহ তৈরি করবে ও একইসঙ্গে ফের পড়াশোনায় আগ্রহ তৈরি হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথমেই আপনার সন্তানকে আগের মতোই পুরোদমে পড়তে বসার জন্য জোর করবেন না।
  • একটু একটু করে তাকে পড়াশোনায় ফেরানোর অভ্যাস করান।
  • তার পছন্দের বিষয়টিই প্রথমে পড়ানোর চেষ্টা করুন।
Advertisement