সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সফল হতে কে না চায়! সকলেই চান, মেধা-অধ্যাবসায়ের জোরে চেষ্টা করেন কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে। কিন্তু চাইলেই তো হয় না। বাধাও আসে প্রচুর। অনেক সময় স্রেফ সামান্য কিছু ছোট ছোট ঘটনা বাধা হয়ে দাঁড়ায় সাফল্যের পথে। কিন্তু জানেন কি কয়েকটি আপাত গুরুত্বহীন অভ্যেসেই লুকিয়ে সাফল্যের চাবিকাঠি! চলুন জেনে নেওয়া যাক সেই অভ্যেসগুলো।
১. বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রায় সকলেই লাইক আর কমেন্টে আসক্ত। বেশিরভাগই নতুন জামা হোক বা গাড়ি, সব কিছুই শেয়ার করেন সোশাল মিডিয়ায়। কিন্তু যারা ওই পোস্টে লাইক বা কমেন্ট করেন, তাঁরা কেউ জানেন না পিছনের লুকিয়ে থাকা পরিশ্রম, অধ্যাবসায়। তাই অন্যেকে দেখানোর পরিবর্তে নিজেই নিজের সাফল্যকে উদযাপন করুন। অন্যের প্রশংসা নয়, ভরসা রাখুন নিজের উপরই।
২. অনেকেই উত্তর দেওয়ার জন্য মুখিয়ে থাকেন। তাই প্রশ্নকে গুরুত্ব না দিয়েই জবাব দেওয়ার চেষ্টা করেন। কেউ আবার উল্টো দিকের মানুষের কথা না শুনেই প্রশ্ন করতে থাকেন। প্রথমে শুনুন, বোঝার চেষ্টা করুন, তারপর প্রশ্ন করবেন বা উত্তর দেবেন।
৩. কথায় আছে, 'জীবন নিজেকেই পুনরাবৃত্ত করে।' তা থেকে শেখার চেষ্টা করুন। আপনার কোনও আচরণ পরিচিতদের উপর কী প্রভাব ফেলতে পারে, তা আপনার অজানা নয়। যে কোনও পদক্ষেপের আগে তা মনে করে নিন। নিজেকে সামলে বুঝে পা ফেলুন।
৪. ইঁদুর দৌড়ের যুগে প্রথমে নিজের মনের কথা শুনুন। তারপর সেই মতো করে পদক্ষেপ করুন। একা থাকলে বোর না অনুভব করে ওই সময়টাকে কাজে লাগান। মনে রাখবেন, একাকীত্ব আদতে এক লুকনো মরুদ্যান।
৫. দিনভরের ব্যস্ততায় আমরা আশপাশের অনেক কিছুই খেয়াল করি না। এই ভুলটা করবেন না। চারপাশে কিছু হচ্ছে তা নজরে রাখুন। মনে রাখবেন, আশেপাশের প্রতিটা ঘটনা থেকেই আমাদের কিছু না কিছু শেখার রয়েছে।
৬. নিজের মূল্য বুঝুন। নিজেকে সকলের কাছে 'অ্যাভেলেবল' করে দেবেন না। যাদের কাছে আপনার গুরুত্ব রয়েছে, তাঁদের সঙ্গেই মিশুন। বাউন্ডারি তৈরি করুন নিজের স্বার্থে।
৭. কথায় আছে, 'কাজ করে যাও, ফলের আশা কোরোনা'। কিন্তু কথাটি শুনতেই বড্ড অবাস্তব। একইভাবে অ্যাম্বিসাস হওয়া ভালো, কিন্তু তা অবসেশনের পর্যায়ে নিয়ে যাওয়া ঠিক নয়। তাই সব কিছু নিজের পছন্দ মতো হবে সেই আশা রাখা ঠিক নয়। সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারাটা মূল। মানতে হবে, চেষ্টাটুকুই আপনার হাতে, বাকিটা ছেড়ে দিতে হবে ভাগ্যের উপরই।
