সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী ঘুমাচ্ছিলেন। সেই সুযোগেই অন্য ঘরে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিলেন স্ত্রী। কিন্তু শেষরক্ষা হল না। উলঙ্গ অবস্থায় ট্রাঙ্কের ভিতরে লুকিয়ে থাকা ওই যুবককে খুঁজে বার করলেন স্বামী! গোটা ঘটনাটিকে কেন্দ্র করে হইচই এলাকায়।
রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেহাবাদে। জানা গিয়েছে, এদিন রাতে মহিলার পরিবার ছাদে ঘুমাচ্ছিলেন। সেই সুযোগে তিনি তাঁর প্রেমিককে বাড়িতে ডাকেন। নিচের একটি ঘরে ঢুকে তাঁরা ঘনিষ্ঠ হন। তবে শেষরক্ষা হল না। জানা যায়, মহিলার স্বামী কোনও কারণে নিচে আসেন এবং ঘর থেকে কথা বলার শব্দ শুনতে পান। তখনই তাঁর সন্দেহ হয়। তাঁর চিৎকারে ছুটে আসেন বাড়ির অন্যান্য সদস্যরাও। ভয় পেয়ে দরজা খুলে দেন তাঁর স্ত্রী। এরপরই তাঁরা ঘরে তল্লাশি চালান। সেখানে থাকা একটি ট্রাঙ্ক খুলতেই তাজ্জব হয়ে যান সকলে! উলঙ্গ অবস্থায় ভিতরে লুকিয়ে ছিলেন ওই যুবক।
এখানেই থেমে না থেকে যুবককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক পাশের গ্রামের বাসিন্দা। এক বছরেরও বেশি সময় ধরে তাঁর সঙ্গে ওই মহিলার সম্পর্ক ছিল। লুকিয়ে তাঁরা দেখা করতেন বলেও জানিয়েছেন ওই যুবক। পুলিশ ইতিমধ্যেই তাঁকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
