shono
Advertisement
Parenting Tips

সুযোগ পেলেই দাঁত দিয়ে নখ কাটে খুদে, সহজ উপায়েই বদভ্যাস ছাড়াতে পারবেন মা-বাবারা

বিশেষজ্ঞদের মতে, দাঁত দিয়ে নখ কাটা হল একধরনের 'নার্ভাস হ্যাবিট'। জীবনের যেকোনও সময় এই বদভ্যাস দেখা দিতে পারে।
Published By: Sayani SenPosted: 10:40 PM Jan 14, 2026Updated: 10:52 PM Jan 14, 2026

খুদে এক মনে বসে রয়েছে। মুখের মধ্যে আঙুল। সমানে দাঁত দিয়ে নখ কেটে যাচ্ছে? এমন অভ্যাস থাকে বহু খুদের। তার ফলে পেটের সমস্যা দেখা দেয়। আবার আঙুল এবং নখের অবস্থাও হয় যাচ্ছে তাই। সন্তানের এই বদভ্যাস বদলাতে অনেক সময় বকাঝকা করেন কোনও বাবা-মা। কখনও কখনও সন্তানকে মারধরও করেন। তবে প্যারেন্টিং বিশেষজ্ঞদের মতে, এভাবে শাসন করে বদভ্যাস ছাড়ানো সম্ভব নয়। তাই অন্য উপায়ে বাবা-মায়েদের করতে হবে বাজিমাত।

Advertisement

প্রথমেই জেনে নেওয়া যাক কেন দাঁত দিয়ে নখ কাটে খুদেরা? বিশেষজ্ঞদের মতে, দাঁত দিয়ে নখ কাটা হল একধরনের 'নার্ভাস হ্যাবিট'। জীবনের যেকোনও সময় এই বদভ্য়াস দেখা দিতে পারে। তা খুব ছোটবেলা হতে পারে। কিংবা কৈশোর। আবার পরিণত বয়সেও হঠাৎ দাঁত দিয়ে নখ কাটার মতো বদভ্যাস দেখা দিতে পারে। সাধারণত একাকীত্ব, অবসাদ, দুশ্চিন্তা, কৌতূহল, নকল করার চেষ্টার ফলে দাঁত দিয়ে নখ কাটার মতো বদভ্যাস তৈরি হয়। ঠিক এই কারণে বহু শিশু নাকে আঙুল দেওয়া, চুল পাকানো, আঙুল চোষা এবং দাঁতে দাঁত ঘষার মতো বদভ্যাসের শিকার হয়।

এবার জেনে নেওয়া যাক ঠিক কোন উপায়ে খুদের বদভ্যাস ছাড়ানো সম্ভব।

  • শিশুদের নখ খুব তাড়াতাড়ি বড় হয়। তাই প্রতি সপ্তাহে তাদের বেড়ে যাওয়া নখ কেটে দিন। নখ বড় না থাকলে দাঁত দিয়ে কাটতে পারবে না।
  • দাঁত দিয়ে নখ কাটলে ঠিক কী কী শারীরিক সমস্যা হতে পারে, তা বুঝিয়ে বলুন।
  • বোঝার চেষ্টা করুন ঠিক কোন পরিস্থিতিতে খুদে দাঁত দিয়ে নখ কাটে। সেই সময় তাকে অন্য কিছুতে ব্যস্ত রাখার চেষ্টা করুন।
  • নখে তেতো কিছু লাগিয়ে দেখতে পারেন। তাতে এই বদভ্যাস একেবারেই ত্যাগ করতে পারে খুদে।

  • বারবার বারণে খুদে জেদি হয়ে যায়। তার ফলে নিষিদ্ধ কাজ করবে বলে এককাট্টা হয়ে যায়। তাই যখন দাঁত দিয়ে নখ কাটছে দেখবেন তখন সরাসরি বারণ করবেন না। তাকে অন্য কাজ কিংবা খেলাধুলোয় ব্যস্ত করে দিন। তাতে এই বদভ্যাস থেকে রেহাই পাওয়া যাবে।
  • সকলেই প্রশংসা চায়। পুরস্কার পেতে ভালোবাসে। আপনার খুদেও ব্যতিক্রম নয়। তাই তাকেও বলুন বদভ্যাস ছাড়লে পুরস্কার পাবে। খুব বড়সড়, দামি কিছু না হোক, ছোট কোনও পুরস্কার দিন। তাতেও দেখবেন বদভ্যাস ছাড়ার মতো ইতিবাচক শক্তি পাবে খুদে।

এভাবে বদভ্যাস থেকে রেহাই না পেলে বুঝতে হবে আপনার সন্তান অবসাদে ভুগছে। কিংবা কোনও কারণে সে উদ্বিগ্ন। যা ভবিষ্যতের জন্য মোটেও ভালো ইঙ্গিত নয়। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তাতেই মিলবে রেহাই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement